বিনোদন
প্যারিস ফ্যাশন সপ্তাহে তিফা
স্টাফ রিপোর্টার
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
তৌহিদা তাসনিম তিফা। তিনি বর্তমান মিস গ্র্যান্ড বাংলাদেশ। বহুল প্রত্যাশিত প্যারিস ফ্যাশন সপ্তাহে তিনি করতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব। প্যারিস বিশ্বের ফ্যাশন কেন্দ্র হওয়ায় তিফার প্রতিভা, সৃজনশীলতা এবং কাজের প্রতি আবেগ দেখে এই মর্যাদাপূর্ণ ইভেন্টে তাকে নির্বাচন করা হয়েছে। তিফা মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বাংলাদেশ হিসেবে নিজের পথ চলা শুরু করেন। এরপর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭তে তৃতীয় রানার-আপ হয়েছিলেন। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এ শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছিলেন। এ ছাড়াও তিনি মিস ট্যালেন্টেড-২০২০ এবং মিস আনফরগেটেবল বিউটি অফ বাংলাদেশ ২০২২-এ স্বীকৃত হয়েছেন তিনি। মডেলিং ক্যারিয়ারের বাইরেও তিফা একজন সমাজকর্মী এবং প্রতিযোগিতার উৎসাহী হিসেবে কাজ করেন। সুবিধাবঞ্চিত শিশুদের খাদ্য এবং শিক্ষা প্রদানের জন্য নিবেদিত একটি ফাউন্ডেশনের সঙ্গে বর্তমান জড়িত আছেন তিনি। তিফা অদূর ভবিষ্যতে তার নিজস্ব দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করতে চান, তার প্ল্যাটফরম ব্যবহার করে ফেসবুক এবং ইনস্টাগ্রাম-এ তার হাজার হাজার অনুসারীকে উদারতা এবং চিন্তাশীলতার সঙ্গে অনুপ্রাণিত করতে চায়। তিফা মানবজমিনকে বলেন, প্যারিস ফ্যাশন সপ্তাহ একটি বড় আন্তর্জাতিক ইভেন্ট। ২৪শে সেপ্টেম্বর আমি প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছাড়বো। ২৯শে সেপ্টেম্বর থেকে প্যারিস ফ্যাশন উইক শুরু হচ্ছে। এটা আমার জন্য আনন্দ ও গর্বের ব্যাপার। তিফা সাউন্ডপেস ইন্টারন্যাশনালের ওমর চৌধুরী এবং ফোর এমটিভিই উএসএ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিজের এ যাত্রার জন্য।