বিনোদন
উড়ছেন পরিণীতি
বিনোদন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
আর মাত্র কয়েকটা দিন। ২৪শে সেপ্টেম্বরই উদয়পুরের তাজ লেক প্যালেসে সাত পাকে বাঁধা পড়বেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার পাত্র দীর্ঘদিনের প্রেমিক রাজনীতিবিদ রাঘব চাড্ডা। তাদের শপিংও এখনো শেষ হয়নি। চলবে আরও কয়েকদিন। পরিণীতি নিজের বিয়ের পোশাকের বিষয়টিও গোপন রেখেছেন। সব মিলিয়ে এ অভিনেত্রী যেন এখন উড়ছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পরিণীতি-রাঘবের বিয়ের নিমন্ত্রণপত্র। আর এবার জানা গেল, তাদের বিয়ের মেন্যু। খবর অনুযায়ী, পরিণীতি ও রাঘবের বিয়ের অনুষ্ঠান শুরু হবে ২৩ তারিখ সকাল ১০টা থেকেই।
থাকবে কন্টিনেন্টাল খাবার। পরিণীতি পছন্দ করেন ইটালিয়ান খাবার। তাই মেন্যুতে থাকছে নানা স্বাদের ইটালিয়ান ফুড। অন্যদিকে রাঘবের পছন্দ মেনে পাঞ্জাবি খাবারে ভরে উঠবে বিয়ের মেন্যু। মিষ্টির ক্ষেত্রে প্রায় ১২ রকমের মিষ্টির সম্ভার থাকবে। থাকবে মোতিচুরের লাড্ডু, হালুয়া, গুলাব জামুন, জিলাপি ও কেশর ক্ষীর। অতিথিদের জন্য থাকবে বিশেষ সারপ্রাইজ। যা কিনা বিয়ের আগেই হাতে তুলে দেয়া হবে। সেই সারপ্রাইজ বক্সে কী থাকবে তা অবশ্য ফাঁস করতে চাননি কেউই। গত ১৩ই মে দিল্লির কাপুরথালা হাউসে রাঘব ও পরিণীতির বাগদান পর্ব সম্পন্ন হয়। বোনের আংটিবদলের অনুষ্ঠানের জন্য বিদেশ থেকে এসেছিলেন প্রিয়াংকা চোপড়া। আংটিবদলের পরই বিয়ের ভেন্যু খুঁজতে রাজস্থানে গিয়েছিলেন তারকা যুগল। বোন প্রিয়াংকা চোপড়ার মতোই রাজকীয়ভাবেই বিয়েটা করতে চান পরিণীতি।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]