দেশ বিদেশ
বিএনপি’র ৩ দিনব্যাপী লিফলেট বিতরণ
সরকারের পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়: খসরু
স্টাফ রিপোর্টার
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবারডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতার জন্য ৩ দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। ১২ থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল ছিল লিফলেট বিতরণ কর্মসূচির শেষদিন। এদিন বনানী কাঁচাবাজার, শনিরআখড়া বর্ণমালা স্কুল এবং শান্তিনগর কাঁচাবাজারে লিফলেট বিতরণ করে দলটি। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডেঙ্গু রোগ প্রতিরোধ এ সরকারের পক্ষে সম্ভব নয়। মশা যদি নিজেরা চলে যায় তাহলে জাতি রক্ষা পাবে। এদের দ্বারা মশা নিধন সম্ভব না।
বিকালে রাজধানীর শনিরআখড়া বর্ণমালা স্কুলের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার আজকে বিচারক, পুলিশ, লুটেরা ব্যবসায়ীদের ব্যবহার করছে। গুম ও খুন করছে। গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের সাজা দিচ্ছে ভোট চুরির প্রকল্প হিসেবে। কিন্তু তা কোনোদিন করতে পারবে না।
সরকারের উদ্দেশে খসরু বলেন, আজকে বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে বিএনপি’র প্রতিটি কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন। এটাই হলো সরকারের বিদায়ের বার্তা। আজকে যতবেশি অত্যাচার হচ্ছে, যতবেশি মামলা হচ্ছে- মানুষ ততবেশি রাস্তায় নামছে। তাই দেয়ালের লিখন পড়তে শিখুন। নিজ থেকে ক্ষমতা থেকে বিদায় হন, তাহলে আওয়ামী লীগ টিকে থাকবে। আর যদি জনগণ আপনাদের বিদায় করে তাহলে ৫০ বছরেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।
এরআগে বনানী কাঁচাবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। লিফলেট বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, দেশে আমরা করোনা ঠিকমতো মোকাবিলা করতে পারি নাই। এদেশের হাজার হাজার মানুষ অকালে জীবন দিয়েছে। আমরা ডেঙ্গুও মোকাবিলা করতে পারছি না। যার ফলে ডেঙ্গু আজ সারা দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন অংসখ্য মানুষ মারা যাচ্ছে। কেনো আমরা প্রতিরোধ করতে পারছি না? কারণ যারা আক্রান্ত হচ্ছে এবং যারা মারা যাচ্ছে- তাদের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নাই। তাদের কোনো জবাবদিহিতা নাই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। আবার নির্বাচন হলে ওই রকমভাবে নির্বাচিত হওয়ার ইচ্ছা করে। জনগণের কাছে যাওয়ার কোনো আগ্রহ নাই এবং সক্ষমতাও তাদের নাই। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি’র মেয়র প্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।