বিনোদন
ফিরছেন মাহি
স্টাফ রিপোর্টার
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তবে অভিনয়ে অনেকটাই অনিয়মিত। তার পরিবর্তে তিনি সক্রিয় রাজনীতিতে। তবে ভক্তদের অপেক্ষা ছিল কবে ফিরবেন তিনি! জানা গেল, খুব শিগগিরই লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরছেন এ নায়িকা। বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মাহি। মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। আসন্ন অক্টোবর মাস থেকেই সিনেমার শুটিংয়ে অংশ নিবেন এই নায়িকা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগামাধ্যমে চুক্তিপত্রের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক মুন্না খান। শুটিংয়ে ফেরা প্রসঙ্গে মাহি বলেন, আসলে অনেক দিন পরে আবারো শুটিংয়ে ফিরছি।