বিনোদন
হাজারি ঠাকুর হচ্ছেন মোশাররফ
স্টাফ রিপোর্টার
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আলোচিত উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’-এর প্রধান চরিত্র হাজারি ঠাকুর। এই চরিত্রে এবার দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। ভারতীয় গণমাধ্যম ওটিটি প্লে-এর সূত্রে জানা গেছে, ‘আদর্শ হিন্দু হোটেল’- অবলম্বনে একটি সিরিজ নির্মাণের কাজ চলছে। নির্মাণ করবেন অরিন্দম শীল। উপন্যাসের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র ‘পদ্ম’ হিসেবে অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায়। এ ছাড়া ‘বেচু চক্কত্তি’র চরিত্রে দেখা যাবে দেবশংকর হালদারকে। ১৯৪০ সালে প্রকাশিত ‘আদর্শ হিন্দু হোটেল’ উপন্যাসের হাজারি ঠাকুর মধ্যবয়সী বাঙালি ব্রাহ্মণ, পেশায় রাঁধুনি। যার স্বপ্ন অনেক বড়। স্বপ্ন দেখে নিজের হোটেলের। হাজারি ঠাকুরের মতোই বেচু চক্কত্তির খাবারের হোটেলে কাজ করে পদ্ম।
বিজ্ঞাপন