বিনোদন
অস্কার কোয়ালিফাইড উৎসবে দেশের দুই ছবি
স্টাফ রিপোর্টার
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এরইমধ্যে প্রদর্শিত হয়েছে নুহাশ হুমায়ূনের ভৌতিক সিরিজ ‘পেটকাটা ষ’। এবার এটি মনোনীত হলো উত্তর আমেরিকার তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। আগামী ১২ থেকে ২২শে অক্টোবর উত্তর আমেরিকার সিয়াটল শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসবের ১৮তম আসর। সেখানে ‘পেটকাটা ষ’ ছাড়াও মনোনয়ন পেয়েছে খন্দকার সুমন পরিচালিত সিনেমা ‘সাঁতাও’। উৎসব পরিচালক রীতা মেহের বলেন, এই বছর তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অস্কার কোয়ালিফাইড স্ট্যাটাস অর্জন করেছে। সেজন্য বিপুলসংখ্যক চলচ্চিত্র জমা পড়ায় আমাদের নির্বাচন প্রক্রিয়া অন্যান্য আসরের থেকে এবার ব্যতিক্রমী এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল। এর মাঝে বাংলাদেশের দুটি চলচ্চিত্র মনোনীত হতে পারায় আমি তাদের অভিনন্দন জানাই।
উল্লেখ্য, ভৌতিক ঘরানার চারটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘পেটকাটা ষ’। গত বছর সিরিজটি মুক্তি পেয়েছিল দেশের এক ওটিটি প্ল্যাটফরমে। এদিকে, কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ ও সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প উঠে এসেছে ‘সাঁতাও’ চলচ্চিত্রে।