বিনোদন
অন্য এক মীর
বিনোদন ডেস্ক
২৫ আগস্ট ২০২৩, শুক্রবার![mzamin](uploads/news/main/70751_meer.webp)
ধবধবে সাদা চুলগুলো কাঁধে ছড়িয়ে দেয়া, পুরো শরীরজুড়ে সাদা রঙের কাপড়। তার মাঝে উঁকি দিয়েছে একটি মুখ। রাগমাখা এই মুখ অন্য কারও নয়, দুই বাংলার জনপ্রিয় সঞ্চালক-কমেডিয়ান মীর আফসার আলীর। বুধবার রাতে নিজের ফেসবুকে এমন লুকের ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘বিক্রম’ তো চাঁদে চলে গেল, বেতাল পড়ে রইলো ঠেকে! অভিনন্দন ইন্ডিয়া।