দেশ বিদেশ
৩রা জুনকে ‘জাতীয় পরিচ্ছন্ন দিবস’ ঘোষণার দাবি বিডি ক্লিনের
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ৩ জুন ২০২২, শুক্রবার, ৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৮ অপরাহ্ন

৩রা জুনকে ‘জাতীয় পরিচ্ছন্ন দিবস’ হিসেবে ঘোষণা দেয়ার দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’। শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। ৩রা জুন বিডি ক্লিন এর প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সারা দেশের জেলা উপজেলা টিম মিলিয়ে ৩৬ হাজার ৪০০-এর অধিক স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতাকর্মী জনসচেতনতা তৈরির কাজ করেছেন। এ সময় জেলা টিমের সঙ্গে জেলা প্রশাসক, উপজেলা টিমের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জোনাল টিমগুলোর সঙ্গে স্থানীয় থানার অফিসার ইনচার্জ উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এবং ৩রা জুন দিবসটিকে ‘জাতীয় পরিচ্ছন্ন দিবস’ হিসেবে ঘোষণার দাবিতে একমত প্রকাশ করেন।
বিডি ক্লিন’র হেড অব আইটি অ্যান্ড মিডিয়া শরীফ মুহাম্মদ আল আমিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সবুজ-শ্যামল এ বাংলাদেশকে পরিচ্ছন্ন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ২০১৬ সালের ৩রা জুন প্রতিষ্ঠিত সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী ভিত্তিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে বিডি ক্লিন। ৬ বছর শেষে সারা দেশের জেলা উপজেলা টিম মিলিয়ে মোট ১৬৭টি টিমে ৩৬,৪০০-এর অধিক স্বেচ্ছাসেবী নিরলসভাবে করে যাচ্ছেন পরিচ্ছন্নতা ও জনসচেতনতা তৈরির কাজ। জনসাধারণের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনতা তৈরি ছাড়াও যত্রতত্র ময়লা ফেলা বন্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি এ সংগঠনের প্রতিটি সদস্য মানসিকতার মানোন্নয়নের চর্চায় অবিরাম কর্মরত।
এতে আরও বলা হয়, সংগঠনের প্রতিটি টিম প্রতি শুক্রবার অথবা শনিবার নিজ নিজ জেলা ও উপজেলার বিশেষ অপরিচ্ছন্ন একটি স্থান নিজেরা পরিষ্কার করে এবং পরিষ্কৃত ময়লাগুলো নির্দিষ্ট স্থানে রেখে আশেপাশের মানুষদেরকে যত্রতত্র ময়লা ফেলায় অনুৎসাহিত করার মাধ্যমে পরিচ্ছন্নতার বিবেকবোধকে জাগ্রত করে থাকেন।
বিডি ক্লিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরিষ্কারের অভিযান পরিচালিত হয়। সেই সঙ্গে সারা দেশের সকল টিম সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত একযোগে ১৬৭টি স্থান পরিষ্কার করে। পরিষ্কার শেষে সংগৃহীত ময়লা সামনে রেখে গ্রুপ ছবি তোলে এবং ফেস্টুন হাতে নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি ৩রা জুন দিবসটিকে ‘জাতীয় পরিচ্ছন্ন দিবস’ হিসেবে ঘোষণা করার জন্য দাবি জানায়।
অভিযান চলাকালে সংগঠনটির প্রধান সমন্বয়ক চম্পা আক্তার বলেন, নতুন প্রজন্মকে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেবার প্রত্যাশায় আমরা সারা দেশে ৩৬,৪৭৮ জন সদস্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। প্রায় প্রতিদিনই আমাদের সঙ্গে উদ্যমী কিছু তারুণ্য এ কাজে যুক্ত হচ্ছে। যাদের লক্ষ্য পরিচ্ছন্ন বাংলাদেশ আর উদ্দেশ্য আদর্শবান সুনাগরিক হিসেবে দেশের প্রতি নির্লোভ দায়িত্ব পালন করার প্রত্যাশা। আমি তাদের প্রতিনিধি হিসেবে আমাদের ১৬ কোটি বাঙালির অভিভাবক ও প্রধানমন্ত্রীর প্রতি ৩রা জুনকে ‘জাতীয় পরিচ্ছন্ন দিবস’ হিসেবে ঘোষণার জন্য আকুল আবেদন জানাচ্ছি।
সংগঠনের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন বলেন, আমরা দেশজুড়ে দেশপ্রেমী তারুণ্যকে নিয়ে জনসাধারণের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনতা তৈরি করতে কাজ করে যাচ্ছি। যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার ও ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলে ময়লা-আবর্জনা বিহীন একটি সুন্দর পরিপাটি ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য আমরা ৬ বছর শেষে ৩৬ হাজারের অধিক সদস্য শ্রম দিয়ে যতটুকুনা এগিয়ে যেতে পারবো তার থেকে অনেক বেশি কাজ হবে প্রধানমন্ত্রীর এক আহ্বানে। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী কর্তৃক ৩রা জুন দিনটিকে ‘জাতীয় পরিচ্ছন্ন দিবস’ হিসেবে ঘোষণা আসলে আমরা ৬ বছরে যতটুকু এগিয়েছি তার থেকে ৫০ গুণ বেশি হয়তো রাতারাতিই হয়ে যাবে। তাই মমতাময়ী প্রধানমন্ত্রীর প্রতি আমাদের হাজারো সদস্যের আকুল আবেদন, আমাদের শ্রম ও ঘামের যথাযথ মূল্যায়ন প্রদানে ৩রা জুন দিনটিকে ‘জাতীয় পরিচ্ছন্ন দিবস’ হিসেবে ঘোষণা করার মাধ্যমে লাল-সবুজে আবৃত তরুণদেরকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার কাজে শতগুণে উৎসাহিত করবেন।