বিনোদন
নতুন গানে স্বাগতা
স্টাফ রিপোর্টার
১ জুন ২০২৩, বৃহস্পতিবার
অভিনয়ের পাশাপাশি গান নিয়েও মাঝেমধ্যে দর্শক-শ্রোতাদের চমকে দেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। এবার নতুন গান নিয়ে আসছেন তিনি। ‘সে সামথিং’ শিরোনামে দ্বৈত গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন হাসান আজাদ। এই সংগীত জুটির কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন সন্ধি। ভিডিও নির্দেশনা দিয়েছেন অনিন্দ্য কবির অভিক। আগামী শুক্রবার (২রা জুন) গুলশানের একটি রেস্তরাঁয় গানটি প্রকাশ হবে। এ উপলক্ষে আয়োজিত সংগীত সন্ধ্যায় গাইবেন স্বাগতা, হাসান আজাদ, সন্ধি ও সভ্যতা।