বিনোদন
ম্যাড থেটারের গৌহাটি যাত্রা
স্টাফ রিপোর্টার
১ জুন ২০২৩, বৃহস্পতিবার
এ সময়ের সাড়া জাগানো দু’টি নাটক নিয়ে ম্যাড থেটার ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটি যাচ্ছে। নাটক দু’টি হলো ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ ও ‘অ্যানা ফ্রাঙ্ক’। দু’টি নাটকই ঐতিহাসিক চরিত্রনির্ভর। আগামী ৩রা জুন গৌহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র মিলনায়তনে মঞ্চস্ত হবে দু’টি নাটকের পর পর দু’টি প্রদর্শনী। দু’টি নাটকেরই রচয়িতা ম্যাড থেটারের দলপ্রধান আসাদুল ইসলাম।