বিনোদন
৪০ কোটি পারিশ্রমিক
বিনোদন ডেস্ক
২৮ মে ২০২৩, রবিবার
২০১১ সালের জনপ্রিয় ফ্রেঞ্চ সিনেমা ‘ন্যুট ব্লানশ’র অফিসিয়াল হিন্দি রিমেক আলী আব্বাস জাফর পরিচালিত ‘ব্লাডি ড্যাডি’। এই সিনেমায় ফের অ্যাকশন হিরো হয়ে আসছেন শহীদ কাপুর। আগামী ৯ই জুন ওটিটি প্ল্যাটফরম জিও স্টুডিওতে স্ট্রিমিং হবে সিনেমাটি। ‘কবির সিং’ সিনেমার সফলতার পর ৪০ কোটি রুপি পারিশ্রমিক হাঁকিয়েছেন শহীদ কাপুর। সম্প্রতি একটি অনুষ্ঠানে শহীদকে এই পারিশ্রমিক নিয়ে জিজ্ঞাসা করা হলে তা অস্বীকার করেননি তিনি।