বিনোদন
দিব্য’র বাসায় তামিল নায়িকার ফুল
স্টাফ রিপোর্টার
২৮ মে ২০২৩, রবিবার
নাটকের জনপ্রিয় তারকা দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি। বাবা-মায়ের পথেই হাঁটছেন ছেলে দিব্য। ইতিমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন নেটিজেনদের। শুধু নাটক নয়, সিনেমাতেও নাম লিখিয়েছেন দিব্য। সম্প্রতি তার অভিনীত ওয়েব সিরিজ ‘মহানগর টু’-র অভিনয়ে মুগ্ধ হয়েছেন ভারতের বাংলা ও তামিল সিনেমার অভিনেত্রী কথা নন্দী। দূর দেশ থেকে দিব্যকে শুভেচ্ছা জানিয়ে বাসায় ফুল পাঠিয়েছেন তিনি।