ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

ঈদ আনন্দ ২০২৩

ঢালিউডে উচ্চতায় কে কাকে ছাড়িয়ে?

কামরুজ্জামান মিলু

(১ বছর আগে) ২৩ এপ্রিল ২০২৩, রবিবার, ৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৪ অপরাহ্ন

mzamin

শুধু বলিউড না, ঢালিউডেও রয়েছে লম্বা শারীরিক উচ্চতার নায়িকা। তবে অনেক নায়িকা খুব বেশি লম্বা উচ্চতার না হলেও অভিনয়, সংলাপ বলার ভঙ্গি, নাচসহ নানান গুণে দর্শকের পছন্দের তালিকায় রয়েছেন। নানান সময়ে মাতিয়ে দিয়েছেন সিনেমাপ্রেমী দর্শকের মন। নব্বই বা তার পরের দশকের জনপ্রিয় তারকাদের মধ্যে এখন অবধি অনেকে কাজ করছেন। আবার অনেকে সিনেমা থেকে বিদায়ও নিয়েছেন। শাবনাজ, শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, জনা, একা, তামান্না, কেয়া, শাহনূর, সিমলা, রতœা, জয়া আহসান, পপি, নিপুণ, অপু বিশ্বাস, বর্ষা থেকে শুরু করে সবশেষ তারকাখ্যাতি পাওয়া পূজা চেরীর নাম দর্শক পছন্দের তালিকায় উঠে এসেছে। এই তালিকায় লম্বা উচ্চতার তারকাও রয়েছে। যারা শুধু নায়িকা নন, তারা রীতিমতো সুপারস্টার।

শাবনাজ

অবস্থাসম্পন্ন পরিবারের কন্যা অনেকটা শখের বসে এসেছিলেন চিত্রজগতে। নব্বই দশকের জনপ্রিয় মুখ শাবনাজের কথা বলছি। এহতেশাম পরিচালিত সিনেমা দিয়েই ক্যারিয়ার শুরু হয় এই অভিনেত্রীর।

বিজ্ঞাপন
চাঁদনী সিনেমা দিয়ে পান তারকাখ্যাতি।  ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত একটানা অভিনয় জীবনে ২৬টি ছবিতে অভিনয় করেছেন। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি হলেও তিনি অভিনয়, নাচ এবং মার্জিত ব্যবহার দিয়ে ইন্ডাস্ট্রিতে এখনো সকলের নয়নের মণি হয়ে আছেন।

শাবনূর

পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর। তবে চিত্রজগতে তিনি পরিচিতি পান শাবনূর নামে। স্বনামধন্য নির্মাতা এহতেশাম তার নাম রাখেন শাবনূর। এই নামের অর্থ রাতের আলো। চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক। শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করে তার ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে রেকর্ড পরিমাণ মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন শাবনূর। ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিয়ের ফুল’, ‘নারীর মন’, ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ’, ‘ভালোবাসা কারে কয়’, ‘সুন্দরী বধূ’, ‘মোল্লা বাড়ীর বউ’,  ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বিচার হবে’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’সহ আরও বেশ কয়েকটি সিনেমাতে শাবনূরের অনবদ্য অভিনয় তাকে নিয়ে আসে জনপ্রিয়তার শীর্ষে। তার উচ্চতা ৫ ফুট ৩.৫ ইঞ্চি হলেও  দর্শকের মনে শাবনূর মানেই যেন দর্শকের নিকট প্রিয় নায়িকার নাম।

মৌসুমী

তিন দশকের বর্ণিল ক্যারিয়ার ঢাকাই সিনেমার সফলতম নায়িকা মৌসুমীর। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিটি আজও একটি বাঁক বদলের নাম। এই ছবিতে অভিনয় করেই সবার মনের  কোণে জায়গা করে নেন মৌসুমী ও সালমান শাহ। পরবর্তী সময়ে মৌসুমীর সঙ্গে সালমান শাহ অভিনয় করেন দেনমোহর ও  স্নেহ নামের চলচ্চিত্রে।  ঢালিউডের প্রিয়দর্শিনী তিনি। উপহার দিয়েছেন একে একে শতাধিক সিনেমা। ‘মেঘলা আকাশ’, ‘দেবদাস’ ও ‘তারকাঁটা’ ছবির জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখনো ভালোমানের গল্পের সিনেমায় অভিনয় করছেন। ঢালিউডের ‘প্রিয়দর্শিনী’  মৌসুমীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ।

পূর্ণিমা

চলচ্চিত্রে তার নাম পূর্ণিমা। মূল নাম দিলারা হানিফ রীতা।  চলচ্চিত্রে আসার পরও টিভি মাধ্যমে কাজ করেছেন। তার টিভি বিজ্ঞাপনের মধ্যে ছিল- গ্রামীণফোন, সিটিসেল, সানক্রেস্ট কোলা, বার্জার ঝিলিক, রাঙাপরী মেহেদি, মেরিল বেবি লোশন, কোহিনূর ডিটারজেন্ট, সুরেশ সরিষার  তেল। ১৯৯৭ সালে রিয়াজের বিপরীতে ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে নায়িকা পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ‘হৃদয়ের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশছোঁয়া ভালোবাসা’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘শাস্তি’, ‘মেঘের পরে মেঘ’, ‘জামাই শ্বশুর’, ‘সাথী তুমি কার’, ‘মায়ের সম্মান’, ‘লাল দরিয়া’, ‘ছোট্ট একটু ভালোবাসা’, ‘জীবনের চেয়ে দামী’, ‘বাধা’, ‘টাকা’, ‘খবরদার’, ‘মনে রেখ আমায়’, ‘চিরদিন আমি তোমার’, ‘তোমাকেই খুঁজছি’, ‘জমিদার’, ‘তুমি কত সুন্দর’, ‘ধনী গরিবের প্রেম’, ‘বন্ধু তুমি আমার’। এ ছাড়া সাহিত্যনির্ভর ছবি ‘শাস্তি,  ‘মেঘের পরে মেঘ’, ‘সুভা’ পূর্ণিমার অসাধারণ তিনটি ছবি। পূর্ণিমা  শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবিতে। পূর্ণিমার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

পপি

চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং লম্বা নায়িকাদের তালিকায় উঠে এসেছে সাদিকা পারভিন পপির নাম । মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছায়াছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। ছবিটি সেই সময়ে‌কয়েক কোটি টাকার ব্যবসা করে। সে সময় পপির উচ্চতা এবং ফিগার দর্শকের মন কাড়ে। পপির উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি । এরপর  ‘দরদী সন্তান’, ‘গুপ্ত ঘাতক’, ‘লাল বাদশা’, ‘জানের জান’, ‘কারাগার’, ‘রানীকুঠির বাকী ইতিহাস’, ‘গঙ্গাযাত্রা’সহ টানা ৫০টির বেশি সিনেমায় অভিনয় করেন পপি ।

অপু বিশ্বাস

মূল নাম অবন্তি বিশ্বাস হলেও সকলে অপু বিশ্বাস হিসেবেই চেনেন এই তারকাকে। গল্পটা সবার জানা। তারপরও পুনরায় স্মরণ করা। ২০০৫ সালে অবন্তি নামে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন অপু বিশ্বাস। পরের বছর এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকাখ্যাতি পান। এরপর ‘পিতার আসন’, ‘দাদী মা’, ‘চাচ্চু’, ‘মেশিনম্যান’, ‘কাবিননামা’, ‘আমার জান আমার প্রাণ’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘জান আমার জান’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেন । জনপ্রিয় এই চিত্রনায়িকার উচ্চতা ৫ ফুট ৪.৫ ইঞ্চি।

বিদ্যা সিনহা মিম

মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্রের পাশাপাশি মডেলিংয়ে সমান সুনাম কুড়ান তিনি, টিভি নাটকেও অভিনয় করেন। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথমস্থান লাভ করেন। একই বছরে তিনি হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর ‘আমার প্রাণের প্রিয়া’,  ‘জোনাকির আলো’, ‘তারকাঁটা’, ‘পদ্ম পাতার জল’, ‘ব্যাক’, ‘সুইটহার্ট’, ‘ইয়েতি অভিযান’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘পাষাণ’, ‘সাপলডু’, ‘পরাণ’সহ মোট ২০টির মতো সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন। মিমের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। দর্শকের মনে দাগ কাটার মতো উচ্চতা এই নায়িকার।

ববি

ববির ‍পুরো নাম ইয়ামিন হক ববি। মডেলিং থেকে সিনেমায় আসেন ববি। তার প্রথম সিনেমা ‘খোঁজ দ্য সার্চ’ যা ২০১০ সালের ১৬ই এপ্রিল মুক্তি পায়। তবে ইফতেখার  চৌধুরীর পরিচালনায় ‘দেহরক্ষী’ সিনেমা তাকে আলোচনায় আনে। এরপর ‘ফুল এন্ড ফাইনাল’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন’  ‘জেসমিন’, ‘স্বপ্নছোঁয়া’, ‘হিরো: দ্যা সুপারস্টার’,   আই ডোন্ট কেয়ার’, ‘রাজাবাবু’, ‘ব্ল্যাকমেইল’, ‘বিজলী’, ‘নোলক’সহ ২৫টির  বেশি সিনেমায় কাজ করেন। ববির উচ্চতা ৫ ফুট ৭.৫ ইঞ্চি। খুব অল্প সময়ে ঢালিউডের নামি পরিচালকদের সিনেমায় কাজ করে আলোচনায় আসেন ববি।

মাহি

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে আসেন মাহি। অল্প সময়ে দর্শকের মন জয় করেন এই নায়িকা। জাজের প্রযোজনায় ‘ভালোবাসার রং’ এবং ‘অন্যরকম ভালোবাসা’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন মাহি। তারপরে পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। বিশেষ করে ২০১৩ সালে  পোড়ামন সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি লাভ করেন মাহি। এরপর অগ্নি, অগ্নি টু,  দেশা: দ্য লিডার, রোমিও বনাম জুলিয়েট, কৃষ্ণপক্ষ, জান্নাত, নবাব এলএলবি, ঢাকা অ্যাটাকসহ ৩০টির বেশি সিনেমায় কাজ করেন মাহি। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।

পরীমনি

পরীমনি অল্প সময়ে ঢালিউডে নাম পান । তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে রীতিমতো হই চই  ফেলে দিয়েছিলেন পরীমনি। শাহ আলম ম-ল পরিচালিত ভালোবাসা সীমাহীন সিনেমার মধ্যদিয়ে চলচ্চিত্রে ২০১৫ সালে কাজ করেন পরী। তবে এর আগে শোবিজে বেশকিছু কাজ করেন। এরপর পাগলা দিওয়ানা, মহুয়া সুন্দরী, রানা প্লাজা, রক্ত, পুড়ে যায় মন, আপন মানুষ, অন্তর জ্বালা, স্বপ্নজাল, বিশ্বসুন্দরীসহ বেশকিছু সিনেমা মুক্তি পাবার পর দর্শকের মনে জায়গা করে নেন এই চিত্রনায়িকা। শাকিব খান  থেকে শুরু করে হালের নায়ক বাপ্পি, সাইমন, সিয়ামের বিপরীতে কাজ করেন। এই নায়িকার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।

 

নুসরাত ফারিয়া

উপস্থাপনা এবং মডেলিং দিয়ে শোবিজে কাজ শুরু করেন নুসরাত ফারিয়া। বিজ্ঞাপনচিত্রে গ্লামারাস উপস্থিতি এবং উপস্থাপনায় ভিন্নধর্মী স্টাইলের কারণে দর্শকের নজর কাড়েন তিনি। চলচ্চিত্রে তার আগমনও বেশ জাঁকজমকের সঙ্গে। জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি আশিকী-এর নায়িকা হিসেবে ঘোষণা করেন। এরপর হিরো ৪২০, বাদশা দ্য ডন, প্রেমী ও  প্রেমী, ধ্যাততেরিকি, বস টু, ইন্সপেক্টর নটি  কে, শাহেনশাহ, বিবাহ অভিযানসহ ২৫টি সিনেমায় কাজ করেন। মূলত অভিনেত্রী হলেও কয়েক বছর ধরে নিয়মিত গান করে আসছেন নুসরাত ফারিয়া। গায়কীর সঙ্গে মিউজিক ভিডিওতে গ্ল্যামারাস লুক প্রশংসিত হয়েছে ভক্ত, অনুসারীদের কাছে। ঈদে মুক্তি পাবে ফারিয়ার নতুন গান ‘বুঝি না তো তাই’। ইনস্টাগ্রামে গানটির একটি স্থিরচিত্র পোস্ট করে বিশেষ একটা বার্তা দিয়েছেন তিনি। যা নজর কেড়েছে ভক্তদের। গ্ল্যামার এই নায়িকার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।

 

বুবলী

শবনম বুবলী। ২০১৬ সালে বসগিরি ছবির মধ্যদিয়ে চলচ্চিত্রে পা রাখেন বুবলী। এরপর আর পেছনে ফিরতে হয়নি। শুটার, রংবাজ, অহংকার, চিটাগাইঙ্গা পোয়া  নোয়াখাইল্যা মাইয়া, সুপারহিরো, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড, বীর, বিদ্রোহী, ক্যাসিনো, তালাশ, লিডার: আমিই বাংলাদেশ, প্রিয়তমাসহ বেশকিছু সিনেমায় কাজ করেছেন বুবলী। এরমধ্যে বেশির ভাগ সিনেমা দর্শকরা পছন্দ করেছেন। বুবলীর উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।

 

পূজা চেরী

পূজা শিশুশিল্পী হিসেবে ভালোবাসার রঙ (২০১২), তবুও ভালোবাসি (২০১৩), অগ্নি (২০১৪) চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি বেশকিছু টিভিসিতে মডেল হিসেবেও কাজ করে পরিচিতি পান। জাজ মাল্টিমিডিয়ার পোড়ামন টু সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করে রাতারাতি নায়িকা হিসেবে ও অভিনেত্রী হিসেবে দর্শকের মনে জায়গা করে নেন। এরপর নুরজাহান, শান, গলুই, জ্বীনসহ বেশিকিছু সিনেমায় কাজ করেন । পূজা চেরীর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।

এদিকে এই প্রজন্মের শিরিন শিলা, নাজিফা তুষি, ফারিণ খান, মৌ খানসহ বেশ কয়েকজন চলচ্চিত্রের অভিনেত্রী লম্বা উচ্চতার রয়েছেন ঢালিউডে। তবে ঢালিউডে উচ্চতা দিয়ে নয় বরং অভিনয়ের মানদ-ের বিচারে এগিয়ে আছেন এখন অবধি অনেক তারকা। 

ঈদ আনন্দ ২০২৩ থেকে আরও পড়ুন

   

ঈদ আনন্দ ২০২৩ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status