বিনোদন
প্রশংসিত ‘লোকাল’র ট্রেলার
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ১৬ এপ্রিল ২০২৩, রবিবার, ৩:০০ অপরাহ্ন

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘লোকাল’। ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। গতকাল সন্ধ্যায় ‘লোকাল’ ছবিটির ট্রেলারও প্রকাশ করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই বেশ প্রশংসিত হচ্ছে ছবিটির ট্রেলার। নির্মাণ, অ্যাকশন আদর ও বুবলীর লুক- সব কিছু মিলিয়ে ঈদের ছবি হিসেবে এরইমধ্যে আলোচনায় চলে এসেছে ‘লোকাল’ এর নাম। গত সপ্তাহেই সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে লোকাল।
সিনেমাটি দেখে প্রশংসা করেন সেন্সর বোর্ডের সদস্যরা। রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের লোকাল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘তালাশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন আদর ও বুবলী। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।
পরিচালক সাইফ চন্দন বলেন, আমি ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। একেবারে প্রান্তিক পর্যায়ের গল্প তুলে আনা হয়েছে এতে। নেতৃত্বের লড়াই এবং এলাকার পলিটিকস নিয়ে তৈরি হয়েছে লোকাল সিনেমাটি।আমার বিশ্বাস ছবিটি ভালো লাগবে সবার। টাইগার মিডিয়ার ব্যানারে লোকাল সিনেমাটি প্রযোজনা করেছেন জাহিদ হোসেন অভি।