বিনোদন
মিমির অপ্রিয় সত্য
বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ সবসময়ই থাকে। বিশেষ করে তারকাদের ক্ষেত্রে সারাক্ষণ চুলচেরা বিশ্লেষণ চলতেই থাকে। তবে এসবে বিশেষ মাথা ঘামাতে রাজি নন মিমি চক্রবর্তী। আর নিজের সৌন্দর্য ধরে রাখতেও যেন জুড়ি নেই তার। কিন্তু নিজের সৌন্দর্যের অপ্রিয় একটি সত্য জানালেন এ অভিনেত্রী-সংসদ সদস্য। সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি শেয়ার করে মিমি জানান, তিনি কখনো ফটোশপের পক্ষপাতি নন। এসব ছবিতে শুধু একটু কালার কারেকশন করা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক করা হয়েছে মাত্র। এরপরই টলিউড অভিনেত্রী লেখেন, হ্যাঁ, আমার নিজের প্রতি বিশ্বাসের অভাব একটা সময় ছিল। এর জন্য শরীরের ওপর প্রচুর অত্যাচার করেছি। পাগলের মতো ডায়েট, না খেয়ে থাকা। রোগা হতে ইঞ্জেকশন নিয়েও থেকেছি। কখনো নিজের ছবি পছন্দ হতো না। জুম করে নিজের খামতিগুলো দেখতাম। তবে প্রশ্ন হলো কেন এমনটা করতেন মিমি? কারণ নানা মানুষের নানা মন্তব্য। কারও মনে হতো নায়িকা বড্ড সাধারণ, কারও তার গায়ের রং কালো মনে হতো। গ্ল্যামার ওয়ার্ল্ডের দৌড়ে নিজেকে ধরে রাখার জন্যই এতকিছু সইতেন মিমি। কিন্তু সময় তাকে অনেক কিছু শিখিয়েছে। আর অভিনেত্রী বুঝেছেন এগুলো নিয়ে মাথাব্যথার কোনো প্রয়োজন নেই। তাইতো আজ নিজের খামতিগুলোকে আপন করে নিয়েছেন মিমি। কারণ তিনি জানেন, নিজের সিদ্ধান্ত যখন নিজে নিতে পারা যাবে তখনই সব সুন্দর হয়ে উঠবে।