বিনোদন
মিমির অপ্রিয় সত্য
বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ সবসময়ই থাকে। বিশেষ করে তারকাদের ক্ষেত্রে সারাক্ষণ চুলচেরা বিশ্লেষণ চলতেই থাকে। তবে এসবে বিশেষ মাথা ঘামাতে রাজি নন মিমি চক্রবর্তী। আর নিজের সৌন্দর্য ধরে রাখতেও যেন জুড়ি নেই তার। কিন্তু নিজের সৌন্দর্যের অপ্রিয় একটি সত্য জানালেন এ অভিনেত্রী-সংসদ সদস্য। সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি শেয়ার করে মিমি জানান, তিনি কখনো ফটোশপের পক্ষপাতি নন। এসব ছবিতে শুধু একটু কালার কারেকশন করা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক করা হয়েছে মাত্র। এরপরই টলিউড অভিনেত্রী লেখেন, হ্যাঁ, আমার নিজের প্রতি বিশ্বাসের অভাব একটা সময় ছিল। এর জন্য শরীরের ওপর প্রচুর অত্যাচার করেছি।
বিজ্ঞাপন