বিনোদন
সিনেমার টাইটেল গানে নোলক
স্টাফ রিপোর্টার
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
কণ্ঠশিল্পী নোলক বাবু। প্রথমবারের মতো তিনি ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমার টাইটেল সং ‘আহারে জীবন’-এ কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন জাকির হোসেন রাজু। সুর করেছেন এস আই শহীদ। সংগীতায়োজন করেছেন রাফি। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে নোলক বলেন, এর আগে আমি ১০টি সিনেমায় প্লে-ব্যাক করেছি। কিন্তু এবারই প্রথম কোনো সিনেমার টাইটেল সং গেয়েছি।