ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

এই রোজায় ১ লক্ষ রোজাদারকে ইফতারি করাবে মাস্তুল ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার
২৪ মার্চ ২০২৩, শুক্রবার
mzamin

রমজানে ১ লক্ষ পরিবারের কাছে পৌছে যাবে মাস্তুল ফাউন্ডেশনের সহায়তা। করোনার সময় যখন পরিবারের কেউ লাশ দাফনে এগিয়ে আসেনি, ঠিক সেই মহুর্তে এগিয়ে এসেছিলো

মাস্তুল ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান। করোনা মহামারি কালে মতৃ দেহের গোছল, দাফন
কাজ, সৎকার, জানাজা, অক্সিজেন সেবা প্রদান, সহ অসহায় মানষুকে খাবার সহায়তাসহ নানাভাবে
সহযোগিতার হাত বাড়িয়ে সারা দেশব্যাপী মানষেুর পাশে ছিল স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুল ফাউন্ডেশন।
ভালোকাজগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানটি বেশ আলোচিত হয়েছে এবং জনমানষেু র অন্তরে জায়গা করে নিয়েছে।

প্রতিবছর রামজানে মাস্তুল ফাউন্ডেশন মাসব্যাপি কার্যক্রম করে থাকে প্রতিষ্ঠানটি। প্রতিবারের মত
এইবারও হাজার অসহায় মানষেু র কাছে পৌছে যাবে মাস্তুলের সহায়তা। পুরো রমজান মাসজড়েু সমাজের
দুস্থ- অসহায়, দরিদ্র, খুদার্ত ও নিম্ন আয়ের মানষেু র দ্বারপ্রান্তে ইফতার ও খাদ্যসামগ্রী পৌঁছাবে।
মাস্তুল ফাউন্ডেশন হল দস্থু মানবতার সেবার জন্য কল্যাণমলকূ , অলাভজনক, স্বেচ্ছাসেবী, বেসরকারী,
গবেষণাভিত্তিক একটি সামাজিক উন্নয়ন সংস্থা। সুবিধাবঞ্চিত মানষেু র প্রতি সাহায্য দেওয়ার লক্ষ্যে ২০১৩
সালে প্রতিষ্ঠিত হয়েছিল মাস্তল ফাউন্ডেশন। তখন থেকেই, মাস্তুল ফাউন্ডেশন ৫০ হাজারেও বেশি মানষুকে
ইফতার বিতরণ এবং ৪০ হাজারেও বেশি পরিবারকে রমজানের খাদ্য প্যাকেজ বিতরণের ব্যবস্থা করেছে।
মাস্তুল ফাউন্ডেশন প্রতি রমজানে নিয়মিত ইফতার এবং ইফতারের সামগ্রী বিতরণ করে অসহায় ও
সুবিধাবঞ্চিত মানষেু র মাঝে। এ বছরের রমজানেও মাস্তুল ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে ১ লক্ষ্য রোজাদার
মানষেুর কাছে ইফতার ও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার। দুটো ভিন্ন প্রজেক্টের মাধ্যমে মাস্তুল ফাউন্ডেশন
এই কাজ করতে উদ্যোগী।

ইফতারের জন্য যেকোনো শ্রেণী-পেশার মানষু সাধ্যমত অনুদান দিয়ে একত্রিত হতে পারবেন সেবামলকূ এই
প্রতিষ্ঠানের সঙ্গে। মাত্র ৪০ টাকা অনুদানের মাধ্যমে সমাজের যে কেউ সহায়তা করলে তার এই সহায়তায়
একজন গরিব অসহায়ের কাছে বিনামূল্যে পৌঁছে যাবে মাস্তুলের ইফতার।

বিজ্ঞাপন
সারা মাসজড়েু প্রায় ১ লক্ষ্য
রোজাদার মানষুকে এই ইফতার দেওয়া হবে। মাস্তুল মেহমান খানা থেকে ইফতার তৈরি হয়ে পৌঁছে যাবে
ঢাকার বিভিন্ন এলাকায়। এছাড়াও শুভাকাঙ্ক্ষীরা মাস্তুল এতিমখানায় আশ্রয় নেওয়া শতখানের বাচ্চাদের
জন্যও ইফতারের আয়োজন করতে পারবেন এবং এতিমখানায় স্বশরীরে এসেও বাচ্চাদের সঙ্গে ইফতার
করতে পারবেন।

মাস্তুল ফাউন্ডেশনের মাধ্যমে ১ হাজার টাকার খাদ্যপণ্য পৌঁছে যাবে অন্তত ২০ হাজার পরিবারের কাছে।
যেখানে থাকছে চাল, ডাল, বটু, তেল, মসলাসহ রমজানজড়েু প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। বিভিন্ন এলাকার
সুবিধাবঞ্চিত হতদরিদ্র কিংবা কর্ম অক্ষম পরিবারই এই ত্রাণের আওতায় পড়বে। এই কাজে মাস্তুল
ফাউন্ডেশনকে সহযোগিতা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়াও ব্যক্তিগত জায়গা থেকে এসেও অনেকে পাশে
দাঁড়ানোর আহ্ববান জানিয়েছেন।

মাস্তুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা জনাব কাজী রিয়াজ রহমানের নিজস্ব তত্ত্বাবধায়নে
এসব কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে কাজ করেন মাস্তুল ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ কর্মী এবং স্বেচ্ছাসেবীরা।
কাজী রিয়াজ রহমান বলেন, আমি মনে করি আমরা শুধুএকটি মাধ্যম এই সুন্দর কাজটার সেতুবন্ধন
তৈরির জন্য। আমরা নিজেদের জায়গা থেকে তো বটেই, তার পাশাপাশি সব অনদানকারী ু দের দান করা
অর্থের দায়িত্ব নিয়ে সমাজের সব গরিব, দুঃখীদের পাশে থাকার চেষ্টা করি। কারন রমজানজড়েু প্রায় সবাই
দান সদকা করে থাকেন। এবং আমরা চাই কেউ যেন শুধু অনুদান দিয়েই দায়িত্ব শেষ না মনে করেন,
আমাদের সঙ্গে এসে নিজের হাতে ইফতার দেওয়া কার্যক্রমে অংশগ্রহন করেন। আমরাই পারি ধনী গরীব ভেদাভেদ ভুলে এই মহিমান্বিত মাসে এসব কাজের মাধ্যমে আল্লাহর বান্দাদের হক পূরণ করতে এবং আল্লাহর
সন্তুষ্টি হাসিল করতে।

মাস্তুল ফাউন্ডেশন এই রমজানেও উদ্যোগ নিয়েছে যাকাত প্রকল্পের আওতায় হাজারো অসহায় মানষুকে
স্বাবলম্বী করার। যাকাতের অর্থ অনুদান হিসেবে দেওয়া হয় মাস্তুল ফাউন্ডেশনের নাম্বারে। সেই অর্থ আমরা
সারা মাস সংগ্রহ করে, পরবর্তিতে সারা বছর জড়েু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অসহায় ও দুঃস্থ মানষুদের
চিহ্নত কর, তাদেরকে সংগ্রহকৃত যাকাতের অর্থে কর্ম সংস্থানের ব্যবস্থা করে স্বাবলম্বী করা হয়। ইতোমধ্যে
মাস্তুল ফাউন্ডেশন প্রায় হাজারের ও অধিক ব্যক্তি ও পরিবারকে কর্ম সংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করেছে।
মাস্তুল ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের মধ্যে ‘স্বাবলম্বী প্রকল্প’ অন্যতম।

সারা বছরজড়েু এই সংস্থা আরো কিছুপ্রকল্প রয়েছে। তার মধ্যে ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা এবং
কাফন-দাফন প্রজেক্ট অন্যতম। এছাড়াও রয়েছে চাইন্ড স্পনসরশিপ, এতিমখানা, মাস্তুল স্কুল, পথশিশুদের
নিরাপদ খাদ্য কর্মসূচি। অসহায় ও গরিবদের জন্য ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবার প্রয়োজনে
যোগাযোগের নম্বর- ০১৭৩০৪৮২২৭৯।

এসব প্রজেক্টের সঙ্গে চাইলেই সমাজের যেকোনো ব্যক্তি বা সংস্থা যুক্ত হতে পারেন যে কোনো সময়ে। মাস্তুল
ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে কল করতে পারেন ০১৭৩০৪৮২২৮০ এই নাম্বারে অথবা সরাসরি
যোগাযোগ করুন মাস্তুল ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবকু পেইজে।
বিকাশ ও নগদে অনুদান পাঠাতে পারেন ০১৭৩০৪৮২২৭৭ এই নাম্বারে। বা সরাসরি বিকাশ বা
নগদ এপের ডোনেশন অপশন থেকেও অনুদান পাঠাতে পারবেন।

অথবা দেশের যেকোন প্রান্ত থেকে অনলাইনে অনুদান দিতে https://www.mastul.net/donate/
মাস্তুল ফাউন্ডশনের স্বপ্ন এক দিন নিজেদের একটা স্থায়ী জায়গা হবে, যেখানে বিনামূল্যে শরিয়ত মোতাবেক
সুবিধাবঞ্চিত মানষুদের শেষকার্য সম্পাদন করা হবে। যার মডেল ইতোমধ্যে তৈরি হয়েছে এবং অনুদান যোগানের কাজ করছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status