বিনোদন
প্রচারবিমুখ শ্যামল
স্টাফ রিপোর্টার
২২ মার্চ ২০২৩, বুধবার
জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। বর্তমানে তিনি ওটিটি’র কাজেই বেশি ব্যস্ত। দুই বাংলার ওটিটিতেই কাজ করছেন তিনি। কাজে অনেকের চাইতে এগিয়ে থাকলেও সব সময়ই অনেকটা প্রচারবিমুখ এ অভিনেতা। শ্যামল মাওলা বলেন, এ পর্যন্ত ওয়েবে যে কাজ করেছি তার বেশির ভাগই প্রশংসিত হয়েছে। তবে গণমাধ্যমে তার খবর সেভাবে উঠে আসেনি। যদিও আমি নিজেও প্রচারবিমুখ কিছুটা।