ঢাকা, ২৮ মে ২০২৩, রবিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৪ হিঃ

দেশ বিদেশ

হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনকে ২ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
২১ মার্চ ২০২৩, মঙ্গলবারmzamin

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরসহ ৫ আসামিকে প্রতারণার মামলায় ২ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় হেলেনা জাহাঙ্গীর ও হাজেরা খাতুন আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অন্য ৩ আসামি হলো- আইপি টিভি জয়যাত্রার প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাভোগ করতে হবে।  আদালতে হেলেনা জাহাঙ্গীরের পক্ষে ছিলেন আইনজীবী আ. রউফ। অপরদিকে রাষ্টপক্ষের ছিলেন এডভোকেট আজাদ রহমান। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান মানবজমিনকে বলেন, হেলেনা জাহাঙ্গীরসহ ৫ আসামিকে ২ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত অন্য ৩ আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। নথি থেকে জানা যায়, ২০২১ সালের ২রা আগস্ট জয়যাত্রা টিভি’র প্রতিনিধি দাবি করা আবদুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে হেলেনা জাহাঙ্গীরসহ কয়েকজনকে আসামি করে পল্লবী থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন। মামলায় অভিযোগে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর তার মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশনের ভোলা প্রতিনিধি নিয়োগ দেয়ার নামে বাদীর (আবদুর রহমান) কাছ থেকে ৫৪ হাজার টাকা নিয়েছেন। তিনি জয়যাত্রা টেলিভিশনে কয়েক মাস কাজ করেছেন। প্রতি মাসে তার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছে জয়যাত্রা টেলিভিশন কর্তৃপক্ষ। মামলায় ২০২১ সালের ২৯শে ডিসেম্বর হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত গত বছরের ২২শে এপ্রিল হেলেনা জাহাঙ্গীরসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ১৩ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status