বিনোদন
শাকিবের সমঝোতার চেষ্টা
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৩, শনিবার
ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ, অসদাচরণ, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী চলচ্চিত্র প্রযোজক রহমত উল্ল্যাহ। এবার সেই প্রযোজকের সঙ্গে সমঝোতার জন্য বৈঠক করলেন শাকিব খান। জানা গেছে, এখন পর্যন্ত এই সমঝোতার চেষ্টা সফল হয়নি। তবে আরও একাধিকবার বৈঠক হওয়ার কথা রয়েছে তাদের। ১৬ই মার্চ একটি রেস্টুরেন্টে চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরুর উপস্থিতিতে শাকিব খান ও রহমত উল্যাহর মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য উভয়েই বসেছিলেন। খোরশেদ আলম খসরু বলেন, সমাধানের লক্ষ্যে আমরা বসেছি। যদিও এখনো পুরোপুরি সমাধান হয়নি। তবে অনেকদূর এগিয়েছি আমরা। প্রয়োজনে আমরা আবার বসবো। আশা করছি একটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ্।
বিজ্ঞাপন