বিনোদন
শৈশবে ফিরলেন সাজু-চুমকি
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৩, শনিবার
যেন স্কুল জীবনে ফিরে গেলেন সাজু খাদেম ও নাজনীন হাসান চুমকি! পরনে তাদের স্কুলের সাদা-নীল পোশাক। অভিব্যক্তিতে শৈশবে ফিরে যাওয়ার আনন্দ। সোশ্যাল হ্যান্ডেলে এমনই কিছু ছবি প্রকাশ করেন অভিনেত্রী চুমকি। জানা গেছে, এটি একটি নাটকের ছবি। যার শুটিং হয়েছে কক্সবাজারে। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও নির্দেশনায় নাটকটির নাম ‘আজ আমাদের ছুটি’।