বিনোদন
সমালোচনার মুখে
বিনোদন ডেস্ক
১৭ মার্চ ২০২৩, শুক্রবার
পান থেকে চুন খসলেই সমালোচনা শুরু হয় শোবিজ অঙ্গনে। আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে তা বেড়ে গেছে বহুগুণে। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ছবি যেখানে দেখা যাচ্ছে আগত অতিথিরা যে যার মতো ব্যস্ত। অনেকে আলাদা আলাদা গ্রুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। তাদের মাঝে এক তরুণী দাঁড়িয়ে ধূমপান করছেন। এই তরুণী অন্য কেউ নন, বরং বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে এমন রূপে দেখা গেছে এই অভিনেত্রীকে। সম্প্রতি অনন্যার খালাতো বোন অ্যালেনা পাণ্ডের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সেখানে পরিবারসহ উপস্থিত হয়েছিলেন নায়িকা। সেই অনুষ্ঠানে ধূমপান করার সময় ক্যামেরাবন্দি হন এই নায়িকা।
বিজ্ঞাপন