বিনোদন
‘ওরা ৭ জন’ মুক্তি আজ
স্টাফ রিপোর্টার
৩ মার্চ ২০২৩, শুক্রবার
খিজির হায়াত খান পরিচালিত সিনেমা ‘ওরা ৭ জন’ মুক্তি পাচ্ছে আজ। এ সিনেমায় অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ প্রমুখ। সিনেমায় যে সাত জন মুক্তিযোদ্ধাকে দেখানো হবে, তাদের একজনের চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা খিজির হায়াত খান।