আপন আলোয় মানবজমিন
দৈনিক মানবজমিন একটিই
মু আ কুদ্দুস, প্রধান সম্পাদক, সিটিনিউজ
২৩ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার
(মানবজমিনের রজতজয়ন্তী’র সৌজন্যে)
একটা মানবজমিন পৃথিবী হয়ে আছে
পাতায় পাতায় তার খেলা করে রোদ...
কখনো উল্কা কখনো বজ্র ছায়া হয়ে ঝরে
কখনো ভালোবাসা পথ দেখায় আশার ওপারে।
মানবজমিন শ্বেত বলাকার নৃত্য, মেঘ দেখে মেলে ডানা...
কখনো আদুরি বনলতা আকাশ ছুঁয়ে জলকে করে আলিঙ্গন।
পাছে কথা এমন স্বভাব বর্জিত এক অস্তিত্ব তার, মিষ্টি বহমান নদী
সাহসী গতিসম্পন্ন উল্কা এক ছুটে চলে অসীমের পথে নিরবধি।
মানবজমিন একটি ইতিহাস
মানবজমিন একটি ঝরণা ধারা
মানবজমিন খুঁজে দেয় ঠিকানা
সময়ের একজন আলো বাতিঘর...
মানবজমিন মিথ্যা বলে না মাটির উপর।
মানবজমিন নতুন এক গবেষণা
মানবজমিন মাটি-মানুষের গান
মানবজমিন পথ দেখায় প্রতিদিন
জেল জুলুম নির্যাতন তার বিধানে বেমানান।
পঁচিশ বছর অতীত এক যুবকের জীবন এখন উত্তাল সাগরের ঢেউ
পঁচিশ বছর পর পথ হলো তার দীর্ঘ যোজন দূর
ছাব্বিশ বছর হবে এবার সুনামের সমুদ্দুর।
১৫ ফেব্রুয়ারি/২০২৩