আপন আলোয় মানবজমিন
মানবজমিন ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে
ফয়সাল রাব্বিকীন, বিভাগীয় প্রধান, বিনোদন বিভাগ
২৩ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার
২৫ পেরিয়ে মানবজমিন পা রেখেছে ২৬ এ। আর প্রিয় এ দৈনিকটির বিনোদন বিভাগে আমি কাজ করছি এক যুগেরও বেশি সময় ধরে। আমার কাছে মানবজমিন একটি পরিবার। শুরু থেকেই আমাদের বিনোদন টিমকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন পত্রিকাটির প্রধান সম্পাদক শ্রদ্ধেয় মতি ভাই (মতিউর রহমান চৌধুরী) ও সম্পাদক মাহবুবা চৌধুরী ভাবী। মানবজমিন অফিসের আবহ, কাজের স্বাধীনতাসহ বিভিন্ন কারণে এ দৈনিকটিতে এত বছর ধরে কাজ করে যাওয়া। বিনোদন বিভাগে যোগ দিয়ে ইনচার্জ হিসেবে পেয়েছিলাম প্রিয় মোশাররফ রুমী ভাইকে। ছিলেন চলচ্চিত্রের স্বনামধন্য সাংবাদিক আওলাদ হোসেইন ভাই। এই দু’জনের কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখেছি। দুঃখজনকভাবে তারা দু’জনই আজ পৃথিবীতে নেই। ২০২০ সাল থেকে পত্রিকাটির বিনোদন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছি।
বিজ্ঞাপন