আপন আলোয় মানবজমিন
একটি ভালো লাগার অনুভূতি কাজ করে সব সময়
মোরছালীন বাবলা , নির্বাহী পরিচালক, প্রতিদিনের বাংলাদেশ
১৯ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার
বেশ দাপটের সঙ্গে জনকণ্ঠের নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা হিসেবে কাজ করছি। ’৯৮ সালের শুরুর দিকে হঠাৎ করেই দেখি পত্রিকায় বিজ্ঞাপন। শিগগিরই বাজারে আসছে গুণী সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর সম্পাদনায় ট্যাবলয়েড দৈনিক মানবজমিন। ট্যাবলয়েড পত্রিকা সম্পর্কে তেমন ধারণা ছিল না। জানতাম, বৃটেনে ট্যাবলয়েড পত্রিকার জনপ্রিয়তা অনেক। এক বড় ভাই সাংবাদিককে জিজ্ঞাসা করলাম ট্যাবলয়েড দৈনিক বলতে কী বুঝায়। তিনি বললেন, গতানুগতিক নিউজের বাইরে গিয়ে ভিন্ন মেজাজের নিউজগুলো প্রধানত ঠাঁই পেয়ে থাকে পত্রিকার পাতায়। একটু কৌতূহল আর আগ্রহ থেকে যোগাযোগ করলাম কাজী নজরুল ইসলাম এভিনিউতে অবস্থিত ওয়ালসো টাওয়ারে মানবজমিন অফিসে। বায়োডাটা জমা দিলাম। শামীম ভাই, কুদ্দুস ভাই, আবুল ভাই তখন বাংলার জমিন বিভাগে।
বিজ্ঞাপন