আপন আলোয় মানবজমিন
আমার ব্যারিস্টার হয়ে উঠার পেছনের গল্প
ব্যারিস্টার সোলায়মান তুষার
১৯ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার
দৈনিক মানবজমিন পত্রিকার ২৫ বছর পূর্তি হতে যাচ্ছে যেকোনো অর্থে এটি একটি ভালো খবর। বাংলাদেশে এটি প্রথম ট্যাবলয়েড পত্রিকা। শুরুর দিক দিয়ে মানবজমিনকে নিয়ে নানা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিলেও ক্রমে ক্রমে পাঠকমহলে জায়গা করে নেয় মানবজমিন। মানবজমিনে আমি যোগদান করি ২০০৫ সালে। দীর্ঘদিন পত্রিকাটির সঙ্গে সঙ্গে জড়িত ছিলাম ওতপ্রোতভাবে। এখনো নিজেকে মানবজমিন পরিবারের সদস্য মনে করি। মানবজমিন দীর্ঘ এই সময়ে নানা সংকটের মুখোমুখি হয়েছে। সংকট কাটিয়ে মানবজমিন চলেছে তার আপন গতিতে। মানবজমিন পত্রিকা ও এর সদস্যরা আমার কাছে নানা কারণে গুরুত্বপূর্ণ। পত্রিকাটিতে সিনিয়র রিপোর্টার থাকাকালীন সময়েই আমি সিদ্ধান্ত নেই বার-অ্যাট ‘ল’ পড়ার।
লেখকঃ অনারেবল সোসাইটি অব লিঙ্কন’স ইন’র সদস্য ও আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং যুদ্ধাপরাধ আইনের গবেষক