আপন আলোয় মানবজমিন
মানবজমিন আমার টার্নিং পয়েন্ট
শাহিন কাওসার, প্রধান আলোকচিত্রী, দৈনিক মানবজমিন
১৯ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার
সময় ২০০৮ সাল। একজন তরুণ ফটোগ্রাফার হিসেবে দৈনিক মানবজমিনে কাজ করার সুযোগ আসে। দৈনিক মানবজমিনের প্রধান আলোকচিত্রি কাজী বোরহান উদ্দিন, তার হাত ধরে। তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ ও চাঞ্চল্য সৃষ্টিকারী ফটোগ্রাফার। সময়টা ছিল ফটোগ্রাফির জন্য একটি চ্যালেঞ্জিং টাইম। পত্রিকায় কাজ করতে এসে তার কাছ থেকে অনেক কিছুই শিখতে পেরেছি। বাংলা মোটরে অফিস যখন আমার বাসা ছিল আজিমপুরে। সেখান থেকে প্রতিদিন সকালে এসে এসাইনমেন্ট খাতা দেখে বেরিয়ে পড়তাম ছবি তোলার কাজে। অভিজ্ঞতা বলতে শুধু ক্যামেরা চালাতেই জানতাম। কীভাবে এসাইনমেন্ট কভার করতে হয় কীভাবে ভালো ছবি তুলতে হয়, কোন ফ্রেমিংয়ে কতোটা কাছ থেকে ছবি তুললে ভালো হয় এ সমস্ত বিষয়গুলো যখন একটা ভুল ছবি তুলে নিয়ে আসতাম তখন অফিসে এসে খুঁটিনাটি বুঝিয়ে দিতেন আমাদেরকে।