আপন আলোয় মানবজমিন
সবার কাছেই ঋণী- মাহবুবা চৌধুরী
১৫ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
ভাবতে কেমন অবাক লাগে
এই তো সেদিন শুরু
মনের মাঝে শঙ্কা ছিলো
বুকটা দুরু দুরু।
দু’চোখ ভরে স্বপ্ন ছিলো
নতুন কিছু দেবার
চ্যালেঞ্জ নিলাম ভাসবো না হয়
ডুবেই যাবো এবার।
সকাল বিকাল স্বপ্ন যখন
দিচ্ছে কেবল উঁকি
বললো সবাই ভুল করো না
সামনে বিরাট ঝুঁকি।
ঝুঁকির বোঝা মাথায় নিয়ে
নতুন এ পথ চলা
শপথ ছিলো ভয়কে ঠেলে
সত্যি কথা বলা।
অনেক বাধা-বিপদ ছিলো
পঁচিশ বছর ধরে
অটল ছিলাম লক্ষ্য থেকে
যাইনি তবু সরে।
পাঠককূলের ভালবাসা
হৃদয় দিয়ে কিনি
সঙ্গী হয়ে যারাই ছিলেন
সবার কাছেই ঋণী।
৮ ফেব্রুয়ারি ২০২৩