আপন আলোয় মানবজমিন
সাংবাদিক জীবনে মানবজমিন
ইলিয়াস হোসেন, সাবেক স্টাফ রিপোর্টার, মানবজমিন
১৫ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
একহাঁটু ধুলা-কাদা আর গ্রামীণ সাংবাদিকতার তিক্ত অভিজ্ঞতা নিয়ে উঠতি যৌবনে হাজির হয়েছিলাম রাজধানীর ওয়ালসো টাওয়ারের ‘মানবজমিন’ অফিসে। ভয়ে ভয়ে তারকা রিপোর্টার ও স্মার্ট সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সামনে যাই। গ্রাম থেকে এলেও কথাবার্তা শুনে উনি আমাকে গেঁয়ো বা গ্রাম্য ভাবলেন না। আন্তরিক আলোচনায় ভয়কে জয় করে কাজে নেমে পড়ি। নারী ও শিশু বিট দিয়ে শুরু করি। একপর্যায়ে, রাজনীতি ও সংসদ মূল বিট হয়ে যায়। দৈনিক এসাইনমেন্টের চাপে মাঝে মাঝে অপরাধ, আইন, সংস্কৃতি-বিনোদন বিটেও কাজ করেছি। এমনকি জঙ্গি নিয়ে সরজমিন ও ধারাবাহিক রিপোর্ট লিখেছি। অফিসের আস্থা আর নিজের নিষ্ঠায় দ্রুতই ‘মানবজমিনের ইলিয়াস’ পরিচয় প্রতিষ্ঠা পায়। শুরুর দিককার একেকটা দিন ছিল ভিন্ন ভিন্ন রোমাঞ্চে ভরা।
লেখক: সাবেক স্টাফ রিপোর্টার, দৈনিক মানবজমিন, সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।