আপন আলোয় মানবজমিন
পেশাদার সাংবাদিক গড়ার আঁতুড়ঘর ‘মানবজমিন’
রাকিবুল ইসলাম মুকুল, প্ল্যানিং এডিটর, মাই টিভি
১৫ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
হঠাৎ করেই চোখে পড়লে- সহকর্মী নেবে বাংলাদেশের প্রথম এবং আলোচিত ট্যাবলয়েড দৈনিক মানবজমিন। সাংবাদিকতার নেশা ছিল। পেশা হিসেবে নেয়ার এটিই মোক্ষম সুযোগ। আবেদন করলাম। লিখিত এবং মৌখিক-দুই পরীক্ষার প্রতিবন্ধকতা ডিঙিয়ে ভালোভাবেই টিকে গেলাম। সাক্ষাৎকারে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী জিজ্ঞেস করলেন, কোন সেক্টরে কাজ করতে চান। এক নিঃশ্বাসে বলে ফেললাম ক্রাইম। মতি ভাই যদিও বললেন-ক্রাইম কেন? উত্তরে সন্তুষ্ট হয়ে তিনি সুযোগ দিলেন। যাত্রা হলো শুরু। মানবজমিনে তখন ঢাকার আজকের বহু সেরা ও তারকা সাংবাদিকের সমাহার।
বিজ্ঞাপন