ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

আপন আলোয় মানবজমিন

আমার কাছে এক ভালোবাসার নাম

কামরুজ্জামান মিলু, সিনিয়র সাংবাদিক
১৫ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
mzamin

সেদিনের কথা আজও মনে পড়ে। হয়তো কোনোদিনই  সেই দিনটির কথা ভুলতে পারবো না। কারণ মানুষের জীবনের এমন কিছু সময় থাকে যা স্মৃতি হয়ে সব সময়  চোখের সামনে ভেসে ওঠে।  তেমনই এক স্মৃতির দিন ছিল সেদিনটি। বলছি মানবজমিনে জয়েন করার কথা। মানবজমিনে জয়েন করার কিছুদিন আগে কথা হলো প্রয়াত বিখ্যাত সিনে সাংবাদিক মোহাম্মদ আওলাদ  হোসেন (আওলাদ ভাই)-এর সঙ্গে। তখন আমি  দৈনিক কালেরকণ্ঠ, বাংলানিউজ২৪.কম এরপর  দৈনিক আমাদের সময় পত্রিকার বিনোদন পাতায় নিয়মিত লিখতাম। আমাদের সময় পত্রিকায় তখন মঈন আবদুল্লাহ, ফয়সাল আহমেদ, তারেক আনন্দ, জাহিদসহ বেশ বড় একটা বিনোদন টিম। আওলাদ ভাইকে একদিন বললাম, এফডিসি  গেলে  তো শুধু আপনার এবং মানবজমিনের নাম শুনি ভাইয়া। আমি আপনার সঙ্গে মানবজমিনে কাজ করতে চাই, কিছু শিখতে চাই ভাইয়া।

বিজ্ঞাপন
উনি  হেসে জবাবে বললেন, একদিন আমার চেয়ারে বসেই কাজ করবা তুমি। চিন্তা কেনো করো মিয়া। হয়তো উনি আমাকে ভালোবেসে কথাটি বলেছিলেন। তবে ঠিকই, কী এক নির্মম ঘটনা উনার জীবনে ঘটে গেল। ২০১৫ সালের ২রা অক্টোবর রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে হঠাৎ মৃত্যুবরণ করেন সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেন। অকালে চলে যান সিনিয়র সিনে সাংবাদিক ও তারকাদের এই অভিভাবক। 

এরপর মানবজমিনের সাইটে একদিন দেখলাম বিনোদন বিভাগে লোক  নেয়া হবে। তখন মানবজমিনের বিনোদন বিভাগের প্রধান  মোশাররফ রুমি ভাই। তিনিও এখন এই পৃথিবীতে নেই। ২০১৬ সালের শুরুর কথা। একদিন সিভি নিয়ে রুমি ভাইয়ের নিকট এসে জমা দিলাম। এরপর মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান  চৌধুরী (মতি ভাই) একদিন আমাকে ডাকলেন। এটাকে সিভি নিয়ে সাক্ষাৎকারও বলা  যেতে পারে। রীতিমতো একটা স্টোরি আইডিয়া  শেয়ারের পর লিখিত পরীক্ষা দিতে হলো। এটা হয়তো একমাত্র মানবজমিনেই এখনো বলবত আছে। নতুন কেউ আসলে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করতে হয়। মতি ভাই ডেকে আমার কাছে জানতে চাইলেন, বিনোদন জগতের কাকে কাকে চিনি? জবাবে বললাম, শোবিজের কমবেশি সকলকে চিনি, তারাও আমাকে চেনেন, পছন্দ করেন। মানবজমিনে কাজের সুযোগ হলে আমি সিনেমা বা সিনে সাংবাদিক হিসেবে কাজ করতে চাই। এর আগে আমি সিনেমা, মিউজিক, নাটক, স্টেজ সব বিষয় নিয়ে লিখেছি, প্রকাশিত কিছু লেখা উনাকে  দেখালাম। সঙ্গে বললাম, আমি কাজের সুযোগ পেলে সিনেমা সংশ্লিষ্ট রিপোর্ট নিয়ে স্পেশালি লিখতে চাই। মতি ভাই আমার কথাগুলো মন দিয়ে শুনেছেন এবং আমাকে বিনোদন বিভাগের সিনেমা বিটের জন্য নির্বাচন করেছিলেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি মতি ভাইকে। রুমি ভাইয়েরও পছন্দের তালিকায় আমার নাম ছিল। এটা আমার  সৌভাগ্যও বটে। তখন মানবজমিনের বিনোদন বিভাগে মোশাররফ রুমি, ফয়সাল রাব্বিকীন, মারুফ কিবরিয়া, মুজাহিদ সামিউল্লাহসহ বিশাল এক টিম। সেখানে আমি যুক্ত হলাম। প্রতিদিন বিকালে মিটিং হতো আমাদের। কখনো সরাসরি মতি ভাইয়ের সঙ্গে, কখনো সাজিদ ভাই কিংবা কখনো কাজল ঘোষ দাদা আবার অনেক সময় শামীমুল হক ভাইয়ের সঙ্গে বসে আইডিয়া শেয়ার করতাম। 

সবচেয়ে মজার বিষয় হলো, মানবজমিন এমন একটি পত্রিকা যেখানে ভালো কাজের সুযোগ অনেক। আমি মানবজমিনে যোগ দেবার পর নায়করাজ রাজ্জাকের লিড  স্টোরি, নায়িকা সিমলার বিমান ছিনতাই নিয়ে লিড  স্টোরি, বাংলাদেশের সিনেমা হলের সিরিজ রিপোর্ট এবং  যৌথ প্রযোজনা নাকি প্রতারণাসহ অনেক লিড ও ব্যাক লিড স্টোরি করার সুযোগ পেয়েছিলাম। আর এই সুযোগ মানবজমিনে মতি ভাই করে দিয়েছিলেন। আমি শুধু রিপোর্টের বিষয় নিয়ে কথা বলতে চাই না। মানবজমিন আমার কাছে একটি আবেগের নাম, ভালোবাসার নাম। অনেক কিছু দিয়েছে আমাকে। পিকনিক কিংবা কোনো ক্রান্তিকাল সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে সকলে আমরা কাজ করে গেছি। 

আমার পারিবারিক অনুষ্ঠানেও মতি ভাই ও মাহবুবা চৌধুরী ম্যাডামকে পেয়েছি। আমি সৌভাগ্যাবান।  বিজ্ঞাপন বিভাগ, স্পোর্টসসহ অন্য বিভাগের সকলের কাছ থেকে শিখতে পেরেছি নানা বিষয়ে।  শেখার জায়গা হিসেবে মানবজমিনকে বেস্ট সংবাদপত্র বলতে কোনো দ্বিধা  নেই আমার। আমি এখন এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)-এর মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার হিসেবে কাজ করছি। তারপরও মানবজমিন আমাকে কাজ করার বিষয়ে স্বাধীনতা দিয়েছেন। 

মতি ভাইয়ের নিকট আমি কৃতজ্ঞ। তিনি আমাকে এই স্বাধীনতা দিয়েছেন। সাজিদ ভাই, শামীম ভাই, কাজল দা, লুৎফর ভাই, সালেকীন, মিজান ভাই, বিনোদনের ফয়সাল, মুজাহিদ কার কথা বলবো আমি। সকলেই যেন আমার পরিবারের মানুষ। প্রতিনিয়ত  মিস করি প্রিয় এবং সাহসী এক দৈনিক মানবজমিনকে।

 

আপন আলোয় মানবজমিন থেকে আরও পড়ুন

   

আপন আলোয় মানবজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status