ঢাকা, ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৮ শাবান ১৪৪৪ হিঃ

দেশ বিদেশ

বেলুচিস্তানে ফের আত্মঘাতী বোমা ও গ্রেনেড হামলা

অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১০:০১ অপরাহ্ন

mzamin

পাকিস্তানের বেলুচিস্তানে দুটি পৃথক সন্ত্রাসী হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার দেশটির গুলিস্তান রোড ও মানো জান রোড এলাকায় এ ঘটনা ঘটে। 
ডন জানিয়েছে, গুলিস্তান রোডে একটি ব্রিজের কাছে বিস্ফোরণের প্রথম ঘটনাটি ঘটে। বিস্ফোরণের ধরন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু না জানালেও প্রত্যক্ষদর্শীরা একে আত্মঘাতী বোমা হামলা বলে জানিয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত সংগ্রহ করেছে। ওই ঘটনায় সিভিল সেক্রেটারিয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাইম খান কাকার, মোহাম্মদ উসমান, ফজল মোহাম্মদ, মোহাম্মদ আনোয়ার ও টমাস নামে পাঁচজন আহত জন। নিষিদ্ধি জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বিস্ফোরণের দায় স্বীকার করে একে আত্মঘাতী বোমা হামলা বলে দাবি করেছেন। আরেকটি হামলার ঘটনা ঘটে মানো জান রোডে। নজির আহমেদ নামে এক ব্যক্তির বাড়িতে অজ্ঞাত মোটরসাইকেল আরোহীরা গ্রেনেড নিক্ষেপ করলে ওই ব্যক্তির স্ত্রী-সন্তান আহত হন। ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরে আকবর বুগতি স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমির প্রদর্শনী ম্যাচ চলাকালীন এ হামলার ঘটনা ঘটে। ২০২১ সালে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর বেলুচিস্তানের রাজধানীতে এ ধরনের সন্ত্রাসী হামলা বেড়েছে।

বিজ্ঞাপন
গত ৩০ জানুয়ারি পেশোয়ারের পুলিশ লাইনে একটি মসজিদ লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে ৮৪ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়। টিটিপি ওই ঘটনার দায় স্বীকার করে।
সূত্র: ডন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status