বিনোদন
মানচিত্র অবমাননায় তোপের মুখে অক্ষয়
বিনোদন ডেস্ক
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৩ অপরাহ্ন

সময়টা ভালো যাচ্ছে না অক্ষয় কুমারের। গতবছর মুক্তি পাওয়া তার কোন সিনেমায় বক্সঅফিসে সাড়া ফেলেনি। দর্শক যেন প্রত্যাখ্যানই করেছেন তাকে। আর এবার তো দেশ ভক্তির অতিরিক্ত ফাঁদে ফেসে গেছেন তিনি। ভারতের মানচিত্রের উপর দিয়ে জুতা পরে হাঁটায় নেটনাগরিকদের তোপের মুখে পড়েছেন তিনি। এক বিমান সংস্থার বিজ্ঞাপনে দেখা গেছে অক্ষয়কে। ভিডিওতে দেখা যায়, একটি কাল্পনিক গ্লোবের উপর দিয়ে হাঁটছেন তিনি। পেরিয়ে যাচ্ছেন একটার পর একটা দেশ। কিন্তু নেটিজেনরা লক্ষ্য করেছেন, জুতো পরে ভারতের মানচিত্রের উপরে পা দিয়েছেন অক্ষয়। নেটিজেনদের একজন লিখেছেন, একটু তো সম্মান করুন ভারতকে।
বিজ্ঞাপন