বিনোদন
সরব তারিন
স্টাফ রিপোর্টার
২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার
জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। দীর্ঘ ক্যারিয়ারে নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘ক্যান্সার পার্টনার’ নামের নাটকের মাধ্যমে তার নির্মিত একশ’ নাটকে অভিনয় করেছেন তিনি। পরিচালক-অভিনয়শিল্পীর এই জুটির বিষয়ে তারিন বলেন, কীভাবে যে সংখ্যাটা ১০০ হয়ে গেছে নিজেও জানতাম না। তবে চয়নিকা বৌদির কথায় মনে পড়লো নিজের ক্যারিয়ারের তার পরিচালনায় হয়েছে এতগুলো আর বাকিগুলোর সংখ্যা নিজেরই মনে নাই। এটা সম্ভব হয় পরিচালক-শিল্পীর মধ্যে যখন সুসম্পর্ক, বোঝাপড়া, শ্রদ্ধাবোধ কিংবা কাজের প্রতি বিশ্বাস থাকে। নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে নাটক নিয়ে বেশ সরব সময় পার করছেন তারিন। এই অভিনেত্রী বলেন, বেসরকারি টেলিভিশন গ্লোবাল টিভিতে আমার অভিনীত একটি ডেইলিসোপ চলছে ‘নির্দোষ’। যেটি রোববার থেকে বুধবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হয়। সম্প্রতি কাস্টমস দিবস উপলক্ষে প্রচার হয়েছে ‘স্বর্ণমানব ৫’। এস এ হক অলিকের নির্দেশনায় এই নাটকের মাধ্যমে কাস্টমস অফিসার চরিত্রে অভিনয় করি। এর আগে ‘সাহসিকা’য় পুলিশের চরিত্র করেছি। এ ছাড়া আজ দীপ্ত প্লেতে ‘সাহসিকা টু’ প্রচার হবে। সিনেমা নিয়ে এ অভিনেত্রী বলেন, সামনে একটি সিনেমায় কাজ করবো। সেটি নিয়ে প্রস্তুতি চলছে।