বিনোদন
নোরার বিরুদ্ধে নয়া অভিযোগ
বিনোদন ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৩, বুধবার.webp)
ভারতে বেশ কিছুদিন ধরেই আলোচনার শীর্ষে রয়েছে সুকেশের মানি লন্ডারিংয়ের ঘটনা। এ ঘটনায় এরইমধ্যে নাম এসেছে বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। জিজ্ঞাসাবাদও করা হয়েছে তাকে একাধিকবার। অন্যদিকে সুকেশের কাছের আরেকজন ছিলেন নোরা ফাতেহি, এমনটা খোদ জানিয়েছেন সুকেশ। আর সে কারণেই নোরাকেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। এদিকে সম্প্রতি সুকেশ নোরা সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়েছেন। সুকেশের দাবি, তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পরিবারের জন্য মরোক্কোতে বাড়ি কিনেছেন নোরা। এর প্রমাণও নাকি রয়েছে তার কাছে। যদিও এমন অভিযোগের বিপরীতে নোরার গলায় অবশ্য অন্য সুর। তিনি বিষয়টি অস্বীকার করেছেন।
বিজ্ঞাপন