বিনোদন
গুঞ্জনের সমাপ্তি আগামী মাসে
বিনোদন ডেস্ক
(২ বছর আগে) ২০ জানুয়ারি ২০২৩, শুক্রবার, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ পূর্বাহ্ন

বেশ কিছুদিন ধরেই চলছে বলিউডে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের গুঞ্জন । মাঝেমধ্যেই বিভিন্ন বিষয় এ জল্পনাকে যেন খানিক উসকে দিয়েছে। এই মুহূর্তে সবাই তাকিয়ে ৬ ফেব্রুয়ারির দিকে। ওই দিনই কি বিয়ের পিঁড়িতে বসছেন সিড-কিয়ারা? স্বীকার না করলেও পাপ্পারাৎজির প্রশ্নে তাদের হাসিই বলছে যা রটে তার কিছুটা হলেও সত্য। বেশ কিছুদিন ধরেই লিভ-ইনে রয়েছেন সিড-কিয়ারা। বিয়ের আগে একে অপরকে আরও ভালোভাবে চিনে নিতেই হয়ত এই সিদ্ধান্ত তাদের। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা সিদ্ধার্থের। সেই সময় থেকেই আলিয়া ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জন। এরপর সেই প্রেম ভাঙলে কিয়ারার সঙ্গে নতুন সম্পর্কে জড়ান সিদ্ধার্থ। বিয়ের দিন নিয়ে নানা চর্চা চললেও মুখ খোলেননি তারা। তবে স্বীকার না করলেও প্রতিক্রিয়া বলছে ‘গল্প হলেও সত্যি’। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে পোজ দেওয়ার মাঝেই পাপারাৎজিরা ‘ফেব্রুয়ারি ৬’ বলে চিৎকার করছিলেন। কোনো উত্তর না দিলেও একগাল হাসি নায়িকার। এরপর আবারও প্রশ্ন ‘আমরা খুব এক্সাইটেড’। এরপর সিদ্ধার্থকে দেখেও একই প্রশ্ন পাপারাৎজিদের। ফেব্রুয়ারির ৬ তারিখ কি তাহলে দেখা হচ্ছে? ‘কী আছে ওই দিন’ হালকা হেসে প্রশ্ন ছুঁড়ে দিলেন সিদ্ধার্থ। তবে কি আগামী মাসে সমাপ্তি হচ্ছে গুঞ্জনের!