ফুটবল বিশ্বকাপ
‘মেসিকে গলা ফাটিয়ে সমর্থন দিয়েছেন ব্রাজিলিয়ানরা’
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৫ অপরাহ্ন

ফাইনালের আগে আর্জেন্টাইনদের সঙ্গে দ্বৈরথ ভুলে গিয়েছিলেন ব্রাজিলের সাবেক-বর্তমান খেলোয়াড়রা। শিরোপার লড়াইয়ে লিওনেল মেসিদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন রোনাল্ডো নাজারিও, কাফু, কার্লোস, রোনালদিনহোর মতো কালজয়ী ফুটবলাররা। ব্রাাজিলিয়ান গ্রেট রোনাল্ডোর ভাষ্য, ফাইনালে মেসিকে গলা ফাটিয়ে সমর্থন জানিয়েছেন ব্রাজিলিয়ানরাও।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। নিজেদের দল বাদ পড়ায় রোনাল্ডো নাজারিও জানান, মেসির হাতে বিশ্বকাপ জিতলে খুশি হবেন তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে মেসির আর্জেন্টিনাকে সমর্থন জানিয়েছেন কিংবদন্তি পেলে। বিশ্ব জয়ের পর ব্রাজিলিয়ানরা আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানাচ্ছেন। রোনাল্ডো নাজারিও বলেন, ‘এমন পারফরম্যান্স যেকোনো বিরোধিতাকে দূরে সরিয়ে দেয়। আমি অনেক ব্রাজিলিয়ানকে এবং সারা বিশ্বের মানুষদের মেসির জন্য গলা ফাটাতে দেখেছি।’
সম্ভাব্য সবকিছু জিতেছেন লিওনেল মেসি। বর্ণাঢ্য ক্যারিয়ারে আর্জেন্টাইন সুপারস্টারের একমাত্র অপ্রাপ্তি ছিল বিশ্বকাপ। সম্ভাব্য শেষ আসরে সেই অভাব পূরণ করলেন মেসি। রোনাল্ডো বলেন, ‘এমন বিদায় একজন গ্রেটের প্রাপ্য, যে কিনা স্রেফ বিশ্বকাপের তারকা হওয়ার চেয়েও বেশি কিছু। সে একটি যুগের নেতৃত্ব দিয়েছে। অভিনন্দন মেসি।’
বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসও প্রিয় বন্ধু মেসিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘মেসি তোমাকে পুরো বিশ্ব ভালোবাসে। ফুটবল তোমাকে ভালোবাসে। মুহূর্তটির জন্য তোমাকে অভিনন্দন। পরিবার নিয়ে উপলক্ষ্যটি উপভোগ করো। একজন ব্রাজিলিয়ান এবং দক্ষিণ আমেরিকান হিসেবে আমি জানি, এটা স্রেফ ট্রফি জয় নয়; তার চেয়েও বেশি কিছু।’