ফুটবল বিশ্বকাপ
অসুস্থতাকেই দুষলেন ফ্রান্সের কোচ দেশম
স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
ফাইনালের আগে ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারান, ইব্রাহিমা কোনাতেসহ বেশ কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে তারা ফাইনালে নামলেও নিজেদের শতভাগ দিতে পারেননি বলে মনে করেন দেশম। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স কাতার বিশ্বকাপের শুরুতে ফেভারিট থাকলেও বিশ্বকাপ মিশন শুরু করে সেরা খেলোয়াড়দের রেখে। চোটে জর্জরিত দল নিয়ে একের পর এক ম্যাচ জয়ে ফাইনাল নিশ্চিত করেন কোচ দিদিয়ের দেশম। ফাইনালে শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেশম জানান অসুস্থার কারণেই ফাইনাল ম্যাচে শতভাগ দিতে পারেননি খেলোয়াড়রা। ৫৪ বছর বয়সী এই কোচ বলেন, পুরো স্কোয়াডই একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি পার করেছে। এটার শারীরিক ও মানসিক প্রভাব ছিল। যারা খেলেছে তাদের ফিটনেস নিয়ে প্রশ্ন নেই। তারা শতভাগ ফিট ছিল।
মন্তব্য করুন
ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]