ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

ফুটবল বিশ্বকাপ

পেলে বললেন ‘ম্যারাডোনা এখন নিশ্চয়ই হাসছে’

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবারmzamin

দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী কিংবদন্তি ফুটবলার পেলে। সেখানে বসেই কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিলের ছিটকে যাওয়ার পরই নেইমারদের সমবেদনা জানিয়েছেন। দেখেছেন আর্জেন্টিনা-ফ্রান্সের বিশ্বকাপ ফাইনালও। ম্যাচ শেষে মেসিকে অভিনন্দন জানিয়েছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে ফুটবল সম্রাট পেলে লিখেছেন, ‘ফুটবল বরাবরই একটা গল্প শোনায়। এবারও ব্যতিক্রম হল না। মেসি অবশেষে বিশ্বকাপ পেলো। এই কাপটা ওর পাওয়া উচিত ছিল। অভিনন্দন আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনা যেখানেই থাকুক না কেন, ও এখন নিশ্চয় হাসছে।’ এমবাপ্পেকেও শুভকামনা জানাতে ভোলেননি তিনি, ‘ওর মতো প্রতিভার খেলা দেখার অভিজ্ঞতাই আলাদা।

বিজ্ঞাপন
ও যে ফুটবলের পরবর্তী আকর্ষণ হতে চলেছে, সন্দেহ নেই। একই সঙ্গে মরক্কোর মতো টিমকেও অভিনন্দন না জানালে চলবে না। দুরন্ত পারফর্ম করেছে ওরা। আফ্রিকার কোনও দেশের উঠে আসা দেখতে ভালো লেগেছে।’

 

পাঠকের মতামত

মুর্খ ব্রাজিল সাপোর্টারদের অবশ‍্যই পেলের মতো কিংবদন্তির কাছ থেকে ভদ্রতা শিখা উচিত, যারা ম‍্যারাডোনা ও মেসিকে নিয়ে ব‍্যঙ্গ করে।

Abdus Sattar
১৯ ডিসেম্বর ২০২২, সোমবার, ১১:৫২ পূর্বাহ্ন

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status