ফুটবল বিশ্বকাপ
৪৩ ম্যাচে কেবল সৌদি আরবই পারলো
স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবারআর্জেন্টিনার এই দলটি বলতে গেলে ‘অজেয়’ হয়ে গিয়েছিল। টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে পা রেখেছিলেন লিওনেল মেসিরা। স্বভাবতই ছিলেন অন্যতম ফেভারিট। কিন্তু গ্রুপপর্বের প্রথম ম্যাচেই সৌদি আরবের মতো পুঁচকে দলের কাছে আপসেটের শিকার হয় আর্জেন্টিনা। মেসিদের ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে সৌদি। তাতেই ভাঙে আলবিসেলেস্তেদের টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। সৌদি আরবের কাছে হারের পর এই আর্জেন্টিনা গ্রুপপর্ব পার হতে পারবে কিনা, সেটি নিয়েই দেখা দিয়েছিল সংশয়। আর একটি হার কিংবা ড্রও যে শেষ করে দিতে পারতো সব। প্রতি ম্যাচের আগেই লিওনেল মেসিরা জানতেন, এক একটি ম্যাচ তাদের জন্য ফাইনাল। হারলেই আর সামনে তাকানোর সুযোগ নেই। কিন্তু যে দলে মেসি আছে, সেই দল আবার পেছনে তাকায় কী করে! আর্জেন্টিনা পেছনে তাকায়নি। প্রথম ম্যাচে হারের পর টানা ৬ জয়ে হাতে নিয়েছে বিশ্বকাপের শিরোপা। সবমিলিয়ে সবশেষ ৪৩ ম্যাচে আর্জেন্টিনার দুর্গ ভাঙা একমাত্র দল হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে রেখেছে সৌদি আরব। ফুটবলটা তো এমনই সুন্দর!