ফুটবল বিশ্বকাপ
এমবাপ্পের জন্য ‘এক মিনিট নীরবতা’
স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
বিশ্বকাপ ফাইনালে মলিন চেহারায় ক্যামেরাবন্দি হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে না পারার কষ্ট গোল্ডেন বুট জয়ী তারকার আনন্দ মাটিতে মিশিয়ে দেয়। শিরোপাবঞ্চিত করে এমবাপ্পেকে খোঁচা দিলেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষকের নেতৃত্বে ড্রেসিংরুমে জয় উদযাপনের সময় এমবাপ্পের জন্য এক মিনিট নীরবতা পালন করে মেসি-ডি মারিয়ারা। কয়েক মাস আগে লাতিন আমেরিকার ফুটবলকে তাচ্ছিল্য করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফাইনালের আগে তাই ঘুরে ফিরে ফরাসি তারকার সেই মন্তব্য সামনে এসেছে। এমবাপ্পের মন্তব্যের প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন এমিলিয়ানো মার্টিনেজও। শিরোপার লড়াইয়ে নামার আগে তিনি বলেছিলেন, এমবাপ্পের ফুটবল জ্ঞান কম। এমির সেই মন্তব্যের জবাব মাঠে দিয়েছেন এমবাপ্পে। আর্জেন্টাইন বাজপাখিকে ফাঁকি দিয়ে হ্যাটট্রিক করেছেন ফরাসি ফরোয়ার্ড। তিন গোলে আলো ছড়ালেও আর্জেন্টিনাকে হারাতে পারেননি তিনি। ম্যাচ শেষে ড্রেসিংরুমে নেচে-গেয়ে জয় সেলিব্রেট করে আর্জেন্টিনা। সারিবদ্ধভাবে নাচের এক সময় সবাইকে থামিয়ে দেন এমি মার্টিনেজ। বলেন, ‘এমবাপ্পের জন্য এক মিনিটের নীরবতা, যে মরে গেছে!’