ফুটবল বিশ্বকাপ
মেসিকে কী পরিয়েছিলেন কাতারের আমির?
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার, ৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৪ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন দলের হয়ে শিরোপা হাতে নেওয়ার আগে লিওনেল মেসিকে কালো আলখাল্লা পরিয়ে দিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ। কাতার সংস্কৃতিকে সাধারণত এ পোশাক পরেন মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা। বিশ্বকাপ জেতায় মেসিকে সম্মানের প্রতীক হিসেবে এমন পোশাক পরানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মার্কা। এটাকে ‘বিশত’ বলা হয়। কিন্তু ট্রফির দেওয়ার মুহূর্তে মেসির আকাশী-সাদা জার্সির ওপরে এই কালো পোশাক পরানোকে ভালোভাবে নেয়নি অনেকে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টিনার সাবেক তারকা ডিফেন্ডার পাওলো জাবালেতা। বিবিসিকে তিনি বলেন, ‘এটা কেন করা হবে, কেন? এর কারণ থাকতে পারে না।’
ফুটবল সমর্থকদের একটা বড় অংশও এই পোশাকের কারণে অসন্তুষ্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র উপস্থাপক গ্যারি লিনেকার বলেন, ম্যাজিকেল মোমেন্ট চলার সময় তারা মেসির টি-শার্ট ঢেকে দিয়েছে, এটা লজ্জাজনক’। যদিও সেলিব্রেশনের কিছুক্ষণের পর ওই বিশেষ পোশাক খুলে রাখেন মেসি। আরবি ভাষায় এই আলখেল্লাকে বলা হয় ‘বিশত’। ফার্সি থেকে এসেছে শব্দটি।