ফুটবল বিশ্বকাপ
চ্যাম্পিয়ন হয়েছেন, বিশ্বাসই হচ্ছে না মেসির
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার, ২:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৪ পূর্বাহ্ন
‘অবশেষে আমি ইহাকে পাইলাম। কত কাল কত রাত্রি অপেক্ষার পর যে আমি ইহাকে পাইলাম, তাহা বলিবার মত ভাষা আমি হারাইয়া ফেলিয়াছি।’ রবি ঠাকুরের ‘অপরিচিতা’ গল্পের অনুপম চরিত্রের কথাগুলো যেন লিওনেল মেসির জন্যই বলা হয়েছিল। বারবার ব্যর্থ হয়ে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে মুকুটের ছোঁয়া পেলেন মেসি। অপরিচিতায় অনুপম যেমন প্রিয়তমা কল্যাণির সঙ্গ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, লিওনেল মেসিও বিশ্বকাপ ছুঁতে পেরে রোমাঞ্চিত।
৮ বছর আগে ব্রাজিল আসরে বিশ্বকাপের পাশ দিয়ে হেঁটে যেতে হয়েছে লিওনেল মেসিকে। জার্মানির সুপার সাব মারিও গোৎজার গোলেই বিশ্বকাপ স্বপ্ন চূর্ণ হয়েছিল মেসির। লুসাইল আইকনিক স্টেডিয়ামেও সেই শঙ্কা জেগেছিল। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে বিপদে পড়ে যায় আর্জেন্টিনা। এখানেই নাটকের শেষ নয়। অতিরিক্ত সময়ে মেসি স্কোরলাইন ৩-২ করার পর কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে সমতায় ফেরালেন। টাইব্রেকারে গড়ানো ম্যাচে আর্জেন্টিনার নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। টানটান উত্তেজনায় পরিপূর্ণ ম্যাচে বিজয়ী হয়ে মেসি জানালেন, এখনো বিশ্বাস হচ্ছে না তার! ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন! কতবার এই স্বপ্নটা আমি দেখেছি, কত আকুলতার সঙ্গে এটা চেয়েছি। এখনো বিশ্বাস হচ্ছে না।’
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের রূপকার লিওনেল মেসি। গোটা আসরে ছন্দ দেখিয়ে গোল্ডেন বুট জিতেছেন তিনি। তবে আর্জেন্টিনা অধিনায়ক গোটা দলকে কৃতিত্ব দিলেন। তিনি লিখেছেন, ‘আমরা আর্জেন্টাইনরা আরেকবার প্রমাণ করেছি, একসঙ্গে লড়াই করে লক্ষ্য অর্জন করতে পারি। এই দলের মূল শক্তি একতা, ব্যক্তির ঊর্ধ্বে। প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন পূরণে সবাই লড়াই করে গেছি। অবশেষে আমরা পেরেছি। এগিয়ে চলো আর্জেন্টিনা।’
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মেসি লিখেছেন, ‘আমার পরিবারকে ধন্যবাদ। যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা। শিগগিরই সবার সঙ্গে দেখা হচ্ছে।’