ফুটবল বিশ্বকাপ
পরের বিশ্বকাপেও মেসিকে চান স্কালোনি
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার, ২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৪ পূর্বাহ্ন

আর্জেন্টিনায় বুঁদ ফুটবল বিশ্ব। লিওনেল মেসিতে মোহিত গোটা পৃথিবী। অম্ল-মধুর অপেক্ষা শেষে ফুটবলের রাজা তার আকাক্সিক্ষত মুকুট মাথায় পরেছেন। বিশ্বকাপ জিতেছেন মেসি। কিংবদন্তি প্লেয়ারকে ২০২৬ বিশ্বকাপেও চান আর্র্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি।
৩৫ বছর বয়স লিওনেল মেসির। ২০২৬ সালে ৩৯ বছর বয়স হবে আর্জেন্টিনা অধিনায়কের। মেসি নিজেই বলেছেন, সেই বয়সে আরেকটি বিশ্বকাপ খেলা কঠিন। তবে মেসি চাইলে ১০ নম্বর জার্সিটি তার জন্য তুলে রাখা হবে। টিওয়াইসি স্পোর্টসকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, আগামী বিশ্বকাপে তার জায়গাটা ফাঁকা রাখা উচিত। আমরা চাই সে খেলা চালিয়ে যাক। যদি সে চায় তাহলে ১০ নম্বর জার্সি তার জন্য তোলা থাকবে।’
স্কালোনি বলেন, ‘আমি মনে করি, মেসি নিজের ক্যারিয়ার এবং আর্জেন্টিনা দলে নিজের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখেন। তার মতো একজন খেলোয়াড়ের কোচ হতে পেরে আমি আনন্দিত।’
কাতার বিশ্বকাপে নান্দনিক পারফরম্যান্স দেখিয়েছেন লিওনেল মেসি। আসরে ৭ ম্যাচে সাত গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩ গোল। দুর্দান্ত পারফরম্যান্সে হয়েছেন টুর্নামেন্ট সেরা। তাই মেসির উপস্থিতি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝেন স্কালোনি। তিনি বলেন, ‘সে যা চেয়েছে পুরো ক্যারিয়ারে তাই করতে পেরেছে। সতীর্থদের মধ্যে আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে সে। ড্রেসিংরুমে এরকম প্রভাব বিস্তার করা মানুষ আমি আর দেখিনি।’
মেসিও অবশ্য সমর্থকদের সুখবর দিয়েছেন। এখনই অবসরে যাবেন না তিনি। ম্যাচশেষে মেসি বলেন, ‘গত বছর কোপা আমেরিকা আর এবার বিশ্বকাপ জিতলাম। জাতীয় দলের হয়ে খেলতে আমার সবসময়ই ভালো লাগে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরো কিছু ম্যাচ আমি খেলে যেতে চাই।’