ফুটবল বিশ্বকাপ
অবসর নিচ্ছি না: মেসি
স্পোর্টস ডেস্ক
(৩ মাস আগে) ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার, ২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৭ পূর্বাহ্ন

বিশ্বকাপ ট্রফি জেতার পর লিওনেল মেসি ঘোষণা দিলেন খেলা চালিয়ে যাওয়ার। আর্জেন্টিনার রূপকথার মহানায়ক বলেছেন, ‘জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। চ্যাম্পিয়নের মতো খেলা চালিয়ে যেতে চাই।’
কাতার বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরা হয়েছেন মেসি। জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও। টুর্নামেন্টে ৭ গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট মেসির। অসংখ্য রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।
মেসি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন চারবার। একবার করে জিতলেন কোপা আমেরিকা ও বিশ্বকাপ। আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ৯৮ গোলও তার। সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার কোনো ইচ্ছাই আর অপূর্ণ নেই।
।পাঠকের মতামত
ক্রিকেটে যা কঠিন ফুটবলে তা অনেক সহজ। যেমন ক্রিকেট খেলা হয় প্রায় সারাদিনের জন্য অপরদিকে ফুটবল মাত্র ২ ঘন্টা বা ২.৫ ঘন্টার মধ্যে, এছাড়া ফুটবলে অনেক কিছুই অভিজ্ঞতা থাকলে অর্জন করা অনেকাংশে সহজ যা ক্রিকেট এ সম্ভব নয়। সুতরাং মেসি কে অবশ্যই এই মুহূর্তে খেলা চালিয়ে যাওয়া প্রয়োজন, যার মাধ্যমে গোলের সেঞ্চুরী সহ আরো বেশী কিছু অর্জন/রেকর্ড করা তার জন্য খুবই সহজ হবে।
মানুষ তার স্বপ্ন ছুঁতে না পারলে এক কথা কয়,ছুঁয়ে ফেললে পল্টি নেয়।এটাই চিরন্তন।ওঁর দশা ক্রিকেটের শচিন টেন্ডুলকারের মতো হবে,২০১১ সালে অবসর নেয়নি ১০০ সেঞ্চুরি করার খায়েশ পূর্ণ করতে,কিন্তু ১০০ তম সেঞ্চুরির জন্য সে বাংলাদেশের বিপক্ষে একটা ম্যাচে রান কম হয়ে ভারত হেরেছিল, যার ফলে ধিকৃত হয়ে ক্রিকেট থেকে মহারথীর শোচনীয় বিদায় হয়েছিল।