ফুটবল বিশ্বকাপ
‘মরক্কো দেখিয়েছে আফ্রিকানরাও পারে’
স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের পর টকস্পোর্টের উপস্থাপক আদ্রিয়ান ডারহাম বলেন, ‘ফ্রান্স জিতেছে ম্যাচ, আর মরক্কো জিতেছে হৃদয়।’ সত্যিই তাই। বিশ্বকাপ শুরুর আগে সম্ভাব্য ফাইনালিস্ট নিয়ে একটি জরিপ করা হয়। মরক্কোর ফাইনাল খেলার পক্ষে ভোট পড়ে মাত্র ০.০১ শতাংশ। তবে আফ্রিকা মহাদেশের প্রথম দল হিসেবে বিশ্বমঞ্চে সেমিফাইনালে লড়েছে মরোক্কানরা। অসামান্য সাফল্যের পর মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগি বললেন, ‘মরক্কো একদিন বিশ্বকাপ জিতবে।’ কাতার বিশ্বকাপের সেরা চমক মরক্কো। গ্রুপপর্ব থেকে কোয়ার্র্টার ফাইনাল- বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালের মতো বড় দলকে হারিয়ে দেয় মরক্কো। পাঁচ ম্যাচে মাত্র একটি গোল হজম করেছিল দলটি। সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারলেও পায়ে পায়ে লড়াই করেছে জিয়াশ-হাকিমিরা। তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোকে হারাতে বেগ পেতে হয়েছে ক্রোয়েশিয়াকে। ম্যাচ শেষে মরক্কো কোচ রেগরাগি বলেন, ‘বিশ্বকাপের আগেও আমাদের সম্ভাবনা ০.০১ শতাংশ ছিল।
মন্তব্য করুন
ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]