ফুটবল বিশ্বকাপ
কখন পর্তুগালের কোচ হবেন মরিনহো?
স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
ফার্নান্দো সান্তোস দায়িত্ব ছেড়ে দিয়েছেন। পর্তুগালের ডাগআউটে বসবে কে? হোসে মরিনহোর নাম এসেছে মিডিয়ায়? দু’বারের চ্যাম্পিয়নস লীগ জয়ী এই কোচকেই সবাই দেখতে চায় জাতীয় দলে। পর্তুগাল ফুটবল ফেডারেশন এরইমধ্যে মরিনহোর সঙ্গে যোগাযোগও করেছে। তিনি অস্বীকার করেননি। তবে দায়িত্ব নেবেন কিনা সে ব্যাপারেও কোনো ইঙ্গিত মেলেনি। ২০১৪ সালে ইয়াহুকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো বলেছিলেন, ‘জাতীয় দলের কোচ হওয়ার মতো যোগ্যতা এখনো আমার হয়নি। কারণ, জাতীয় দলের ম্যানেজারদের একটা বিষয়ে খাপ খাইয়ে নিতে হয়। জাতীয় দল মাসে দুবার ট্রেনিং করে, একবার খেলে। আমি এসবে খাপ খাওয়াতে পারবো না। কাজেই এ চাকরি আমার জন্য নয়।’ তবে মরিনহো ইঙ্গিত দিয়েছিলেন, তিনি আরও অভিজ্ঞ হওয়ার পর ক্যারিয়ারের শেষ দিকে জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন।
মন্তব্য করুন
ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]