ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

কখন পর্তুগালের কোচ হবেন মরিনহো?

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
mzamin

ফার্নান্দো সান্তোস দায়িত্ব ছেড়ে দিয়েছেন। পর্তুগালের ডাগআউটে বসবে কে? হোসে মরিনহোর নাম এসেছে মিডিয়ায়? দু’বারের চ্যাম্পিয়নস লীগ জয়ী এই কোচকেই সবাই দেখতে চায় জাতীয় দলে। পর্তুগাল ফুটবল ফেডারেশন এরইমধ্যে  মরিনহোর সঙ্গে যোগাযোগও করেছে। তিনি অস্বীকার করেননি। তবে দায়িত্ব নেবেন কিনা সে ব্যাপারেও কোনো ইঙ্গিত মেলেনি। ২০১৪ সালে ইয়াহুকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো বলেছিলেন, ‘জাতীয় দলের কোচ হওয়ার মতো যোগ্যতা এখনো আমার হয়নি। কারণ, জাতীয় দলের ম্যানেজারদের একটা বিষয়ে খাপ খাইয়ে নিতে হয়। জাতীয় দল মাসে দুবার ট্রেনিং করে, একবার খেলে। আমি এসবে খাপ খাওয়াতে পারবো না। কাজেই এ চাকরি আমার জন্য নয়।’ তবে মরিনহো ইঙ্গিত দিয়েছিলেন, তিনি আরও অভিজ্ঞ হওয়ার পর ক্যারিয়ারের শেষ দিকে জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন।

বিজ্ঞাপন
বলেছিলেন, ‘যখন আমি ক্যারিয়ার শেষ করতে যাবো, তখন এই চাকরি আমার জন্য। আপাতত আমি সপ্তাহে তিনটি ম্যাচ খেলতে চাই।’ অর্থাৎ, ক্লাব পর্যায়েই নিজের মনোযোগের কথা বলেছিলেন মরিনহো। পোর্তো, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই সফল কোচ বর্তমানে ইতালির এএস রোমার ডাগআউট সামলাচ্ছেন। ম্যানইউ অধ্যায় শেষে মরিনহো বলেছিলেন, ‘আমি একটা নতুন প্রতিযোগিতায় লড়তে চাই। আমি বিশ্বকাপ ও ইউরোপিয়ান প্রতিযোগিতার কথা ভাবছি। নিজেকে এখন ক্লাবের চেয়ে জাতীয় দলের জন্য বেশি উপযুক্ত মনে হয়।’ এই সাক্ষাৎকারের পাঁচমাস পরেই অবশ্য তিনি টটেনহ্যামে চলে যান। তবে জাতীয় দলে কাজ করার কথা মরিনহো বলেছিলেন, ‘আমি একটা নতুন প্রতিযোগিতায় লড়তে চাই। আমি বিশ্বকাপ ও ইউরোপিয়ান প্রতিযোগিতার কথা ভাবছি। নিজেকে এখন ক্লাবের চেয়ে জাতীয় দলের জন্য বেশি উপযুক্ত মনে হয়।’ তবে জাতীয় দলে কাজ করার কথা তখনো বলেছিলেন মরিনহো, ‘হ্যাঁ, আমি একটা জাতীয় দলের কোচ হতে চাই। আমি কি পর্তুগালের কথা বলছি? একদিকে অবশ্যই এটা আবেগের জায়গা। অন্যদিকে নিজের দেশকে কোচিং করানো সচেয়ে কঠিন কাজ।’

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status