ফুটবল বিশ্বকাপ
ফাইনাল দেখতে ম্যাক্রনের সঙ্গে যাননি বেনজেমা
স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য করিম বেনজেমাকে দাওয়াত পাঠিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মিশেল প্লাতিনি, লরা ব্লাঁ, জিনেদিন জিদান থেকে শুরু করে সাবেক তারকাদেরও আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট। তবে ম্যাক্রনের দাওয়াত প্রত্যাখ্যান করেন করিম বেনজেমা। ইনজুরির কারণে বিশ্বকাপে একটি ম্যাচেও খেলতে পারেননি বেনজেমা। তবে কাগজে-কলমে শেষদিন পর্যন্ত ফ্রান্স দলের সদস্য ছিলেন তিনি। ইনজুরির কারণে বিশ্বকাপের আগ মুহূর্তে ছিটকে পড়ার পরও তার নাম তালিকা থেকে বাদ দেননি কোচ দিদিয়ের দেশম। বেনজেমার বদলি হিসেবে কাউকে নেয়া হবে না কেন? এমন প্রশ্নের জবাবে তখন দেশম বলেছিলেন, ‘এটা ভালো লাগার মতো ব্যাপার নয়। মুখে হাসি আনা যায় না।’ ফাইনালের আগে বেনজেমা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। রিয়াল মাদ্রিদের হয়ে সম্প্রতি প্রীতি ম্যাচও খেলার পর গুঞ্জন ওঠে, ফাইনালে খেলতে পারেন বেনজেমা। তবে দেশম এতে আগ্রহ দেখাননি।
মন্তব্য করুন
ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]