ঢাকা, ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

যা ছিল কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২, সোমবার

লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ফ্রান্স ম্যাচের মধ্যদিয়ে পর্দা নামল কাতার বিশ্বকাপের। ম্যাচ শুরুর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে শুরুতে বিশ্বকাপে এখনো পর্যন্ত স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরেন আয়োজকরা। একইসঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় পরের আসরের (২০২৬) তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে।  গতকাল কাতারের জাতীয় দিবস হওয়ায় ফাইনালের তিন ঘণ্টা আগে  লুসাইল স্টেডিয়ামের আকাশ রাঙিয়েছে কাতার বিমান বাহিনী। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনীতেও দেখা যায় উটের প্যারেড। আতশবাজি আর ড্রোন ক্যামেরায় তোলা নান্দনিক শটগুলোতো ছিলোই। শুরুতে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘হায়া হায়া’ গানে পারফর্ম করেন আমেরিকান-নাইজেরিয়ান গায়ক দাভিদ এদেলেকে ও কাতারি গীতিকার আয়শা। তারপর মঞ্চ মাতান পুয়ের্তো রিকান গায়ক ওযুনা ও ফ্রেঞ্চ র‌্যাপার জিমস। বিশ্বকাপের আরেক থিম সং ‘আরবো’ গাইলেন তারা।

বিজ্ঞাপন
‘লাইট দ্য স্কাই’ গান দিয়ে শেষ হয় বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করেন মরক্কান-কানাডিয়ান নৃত্যশিল্পী নোরা ফাতেহি, আমিরাতি পপ স্টার বালকিস, ইরাকি মিউজিশিয়ান রাহমা রিয়াদ ও মরক্কান গায়ক মানাল।

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status